ছিনতাইয়ের গোটা ঘটনা সিসি ক্যামেরায় বন্দি হয়ে যায়। ছুটে আসে পুলিশের দল। আসেন গুয়াহাটির পুলিশ কমিশনার দীপক কুমার এবং অতিরিক্ত পুলিশ কমিশনার দেবরাজ উপাধ্যায়। তাঁরা সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পরীক্ষী-নিরীক্ষা চালান।
মঙ্গলবার দিনদুপুরে ফ্যান্সিবাজারে একটি ব্যাংকে সামনে ৪০ লক্ষ টাকা ছিনতাইয়ের সঙ্গে জড়িত অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে পানবাজার পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী ধৃতদের নাম যথাক্ৰমে বলরাম কলিতা, ভবেশ কলিতা, তাপস ঘোষ এবং জাকিফর রহমান।
উল্লেখ্য, মঙ্গলবার বেলা প্রায় সোয়া এগারোটা নাগাদ ফ্যান্সিবাজার এলাকায় ফেডারেল ব্যাংকের সামনে সংগঠিত হয়েছিল এই ঘটনা। এমএস ভিজুয়াল সিকিউরাস লিমিটেড নামের এক এজেন্সির দুই কর্মচারীকে নিয়ে এএস ০১ ডিসি ৩৮৫৫ নম্বরের মারুতি ভ্যান নিয়ে তার চালক গিয়েছিলেন ফেডারেল ব্যাংকের শিলপুখুরি শাখায়। সেখান থেকে ৪০ লক্ষ টাকা তুলে এরা আসেন ফ্যান্সিবাজার ফেডারেল ব্যাংক শাখায়। এই শাখা থেকে নগদ আরও ৮০ লক্ষ টাকা তুলে কর্মচারীরা তাদের গাড়িতে আসেন। সে সময় দুই পালসার বাইকে চড়ে চার দুর্বৃত্তের দল শিলপুখুরি শাখা থেকে নিয়ে আসা ৪০ লক্ষ টাকার ব্যাগটি ছিনতাই করে ফেরার হয়ে যায়। প্রসঙ্গত, ৪০ লক্ষ টাকার ব্যাগটি ছিল গাড়ির চালক বলরাম কলিতার হাতে। দুই কর্মচারী ব্যাংকে ঢুকলেও তিনি গাড়িতেই ছিলেন।
ছিনতাইয়ের গোটা ঘটনা সিসি ক্যামেরায় বন্দি হয়ে যায়। ছুটে আসে পুলিশের দল। আসেন গুয়াহাটির পুলিশ কমিশনার দীপক কুমার এবং অতিরিক্ত পুলিশ কমিশনার দেবরাজ উপাধ্যায়। তাঁরা সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পরীক্ষী-নিরীক্ষা চালান। ইত্যবসরে ভ্যানের চালক-সহ দুই কর্মচারীকে আটক করে থানায় নিয়ে আসা হয়। গতকালই পুলিশ কমিশনার সন্দেহ ব্যক্ত করে বলেছিলেন, প্রাথমিক তদন্তে এ ঘটনার সঙ্গে এজেন্সির কর্মচারী জড়িত রয়েছে। সে অনুযায়ী আজ যাদের গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে দুই কর্মচারীও রয়েছে। তারা মারুতি ভ্যানের চালক বলরাম কলিতা এবং নিরাপত্তাকর্মী ভবেশ কলিতা।
এদিকে আজ বিকেলে চার অভিযুক্তকে বিচারবিভাগীয় আদালতে পেশ করেছিল পুলিশ। আদালতে আবেদন জানিয়ে পুলিশ তাদের হেফাজতে নিয়েছে।