আবার বাড়ছে গ্যাসের দাম

< 1 - মিনিট |

গ্রাহকদের ৫৯০ টাকাই দিতে হবে বলে জানা গিয়েছে৷ দাম বাড়ছে কেরোসিনেরও

কে আর সি টাইমস ডেস্ক

ফের বাড়তে চলেছে রান্নার গ্যাসের দাম৷ সিলিন্ডার প্রতি ১৫.৫ টাকা করে বাড়তে চলেছে গ্যাসের দাম৷ এক বিজ্ঞপ্তি দিয়ে এমনই জানিয়েছে রাষ্ট্রায়ত্ব তেল সংস্থাগুলি৷
নতুন নিয়মে সিলিন্ডার প্রতি গ্যাসের দাম দাঁড়াচ্ছে ৫৯০ টাকা৷ এর আগে দাম ছিল ৫৭৪.৫ টাকা৷ এই বর্ধিত দাম শুধুমাত্র ভর্তুকিহীন গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রেই প্রযোজ্য৷ তবে ভর্তুকিযুক্ত নির্ধারিত ১২টি সিলিণ্ডারের পর অতিরিক্ত সিলিন্ডার নিতে গেলে গ্রাহকদের ৫৯০ টাকাই দিতে হবে বলে জানা গিয়েছে৷ দাম বাড়ছে কেরোসিনেরও৷ টানা ২৬ মাস ধরে বেড়ে চলার পরে এই মাসেও ২৫ পয়সা দাম বাড়ল কেরোসিনের৷ মুম্বইতে প্রতি লিটার কেরোসিনের দাম ছুঁয়েছে ৩৩.২৭ টাকা৷ গত মাসেই এর দাম ছিল ৩২.৯৭ টাকা৷ তার আগে মুম্বইতে কেরোসিনের দাম ছিল লিটার প্রতি ১৫.০২ টাকা৷

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news