ফের পদোন্নতি, অ্যালফাবেটের সিইও পদে অভিষিক্ত সুন্দর পিচাই

< 1 - মিনিট |

দীর্ঘ ২১ বছর পর সেই পদ থেকে সরে দাঁড়িয়েছেন অ্যালফাবেটের দুই সহ-প্রতিষ্ঠাতা ল্যারি পেজ ও সের্গেই ব্রিন। এরপরই অ্যালফাবেটেরও সিইও পদে অভিষিক্ত করা হয়েছে ভারতীয় বংশোদ্ভূত প্রযুক্তিবিদ সুন্দারাজান পিচাইকে।

কে আর সি টাইমস ডেস্ক

পদোন্নতি হল গুগল এলএলসি-র চিফ এগজিকিউটিভ অফিসার (সিইও) সুন্দর পিচাইয়ের। গুগল এলএলসি-র সিইও এবার ওয়েব সার্চ জায়ান্টের পেরেন্ট সংস্থা অ্যালফাবেটেরও সিইও পদে অভিষিক্ত হলেন। ফলে আরও দায়িত্ব বাড়ল ভারতীয় বংশোদ্ভূত প্রযুক্তিবিদ সুন্দারাজান পিচাইয়ের। ২০১৫ সালে জন্ম হয় অ্যালফাবেটের। অ্যালফাবেটের প্রধান হিসেবে দায়িত্ব নেন ল্যারি পেজ, প্রেসিডেন্ট হন সার্গেই ব্রিন।  দীর্ঘ ২১ বছর পর সেই পদ থেকে সরে দাঁড়িয়েছেন অ্যালফাবেটের দুই সহ-প্রতিষ্ঠাতা ল্যারি পেজ ও সের্গেই ব্রিন। এরপরই অ্যালফাবেটেরও সিইও পদে অভিষিক্ত করা হয়েছে ভারতীয় বংশোদ্ভূত প্রযুক্তিবিদ সুন্দারাজান পিচাইকে। মঙ্গলবার পেজ ও ব্রিন নিজেদের ব্লগ পোস্টে ঘোষণা করেন, ‘দীর্ঘদিন ধরে কোম্পানির ম্যানেজমেন্টের সঙ্গে জড়িয়ে থাকতে পেরে ভাগ্যবান মনে করছি। আমাদের মনে হয়, এবার গর্বিত বাবা-মা’র ভূমিকা পালন করার সময় এসেছে।’ পেজ ও ব্রিনের এই ঘোষণার পরই সুন্দর পিচাইকে অ্যালফাবেটের সিইও পদে অভিষিক্ত করেছে টেক জায়ান্ট গুগল। এবার সুন্দর পিচাইয়ের হাতেই গুগলের নয়া অবতার ‘অ্যালফাবেট’।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news