গুয়াহাটিতে স্বাধীনতা দিবসের দিন কয়েকটি জায়গাকে নো পাৰ্কিং জোন বলে ঘোষণা করা হয়েছে

2 - মিনিট |

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ভিড় সামাল দিতে যানবাহন এবং নিরাপত্তা ব্যবস্থার প্রতি লক্ষ্য রেখে মহানগরের বেশ কয়েকটি জায়গাকে নো পার্কিং জোন হিসেবে নির্দিষ্ট করা হয়েছে

কে আর সি টাইমস ডেস্ক

আগামীকাল বৃহস্পতিবার, স্বাধীনতা দিবস উপলক্ষ্যে গুয়াহাটি মহানগরের বেশ কয়েকটি জায়গাকে নো পার্কিং জোন হিসেবে ঘোষণা করেছে পুলিশ কমিশনারেটের ট্রাফিক শাখা। মহানগর ট্রাফিক পুলিশের ডেপুটি-কমিশনার প্ৰশান্ত শইকিয়া জানান, প্রতিবারের মতো এবারও কেন্দ্রীয়ভাবে খানাপাড়া পশু হাসপাতাল মহাবিদ্যালয় খেলার মাঠে বৰ্ণাঢ্য কার্যসূচির মাধ্যমে স্বাধীনতা দিবস পালন হবে। তাই স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ভিড় সামাল দিতে যানবাহন এবং নিরাপত্তা ব্যবস্থার প্রতি লক্ষ্য রেখে মহানগরের বেশ কয়েকটি জায়গাকে নো পার্কিং জোন হিসেবে নির্দিষ্ট করা হয়েছে।
তিনি জানান, ভিআইপি-দের আসা ও যাওয়ার জন্য জিএস রোড, বি বরুয়া রোড এবং এমজি বরুয়া রোডে কোনও ধরনের দু-চাকা বা অন্য গাড়ির পাৰ্কিং নিষিদ্ধ করা হয়েছে। তবে সুবিধাজনক জায়গায় ওই সব গাড়ি-ঘোড়াকে রাখতে দেওয়া হবে। এছাড়া ভিআইপিদের যাতায়াত পথ-লাগোয়া বাই-লেনগুলিকেও নিরাপত্তার ঘেরাটোপে নেওয়া হবে। ভিআইপিদের আসা-যাওয়া, পথচারীদের সুরক্ষা এবং নাগরিকরা যাতে স্বাচ্ছন্দ্যে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান উপভোগ করতে পারেন সে-জন্য বিশেষ ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে, জানান ডিসিপি প্ৰশান্ত শইকিয়া।
তিনি আরও জানান, মূল অনু্ষ্ঠানস্থল খানাপাড়া পশু হাসপাতাল মহাবিদ্যালয় ময়দানের চতুর্পার্শ্বে নো পাৰ্কিঙের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া, কইনাধরা পুলিশ পয়েন্ট থেকে খানাপাড়া উড়ালসেতু পর্যন্ত, সেতু থেকে রিসার্চ গেট পর্যন্ত, রিসার্চ গেট থেকে প্ৰিজন গেট পর্যন্ত, প্ৰিজন গেট থেকে বিজ্ঞান সংগ্ৰহালয় হয়ে কইনাধরা চারআলি পর্যন্ত এলাকাকে নো পাৰ্কিং হিসেবে নির্দেশিকা জারি করা হয়েছে।
আমন্ত্ৰিত অতিথি বা ভিআইপিদের জন্য জেলা প্ৰশাসন বিশেষ পাসের ব্যবস্থা করেছে জানিয়ে ডিসিপি বলেন, বিশেষ ব্যক্তিবর্গদের লাল, অতি বিশেষ ব্যক্তিদের জন্য নীল এবং হলুদ রঙের পাসের ব্যবস্থা করা হয়েছে। লাল রঙের পাসধারী, যাঁরা জিএস রোড হয়ে আসবেন তাঁদের প্ৰিজন গেট থেকে মিউজিয়াম গেট হয়ে ভিআইপি প্রবেশদ্বার পর্যন্ত যেতে দেওয়া হবে। তাঁদের গাড়িগুলি ভিআইপি প্রবেশদ্বারের আশপাশে তৈরি পাৰ্কিংস্থলে থাকবে।
তাছাড়া, নীল এবং হলুদ রঙের পাসধারীদের মিউজিয়াম পয়েন্ট থেকে কইনাধরা পয়েন্ট পর্যন্ত যেতে দেওয়া হবে না। তাঁদের গাড়ি রাখা হবে মিউজিয়াম পয়েন্ট থেকে প্ৰশাসনিক আইন কর্তৃপক্ষ মহাবিদ্যালয় পর্যন্ত পাৰ্কিংস্থলে। এছাড়া সংলগ্ন ৩৭ নম্বর জাতীয় সড়ক ধরে যাঁরা আসবেন তাঁরা তাঁদের যানবাহনকে কইনাধরার উত্তর এবং দক্ষিণ দিকে সাৰ্ভিস রোডে পাৰ্কিং করতে হবে।
সাধারণ নাগরিকদের প্রসঙ্গে ডিসিপি শইকিয়া জানান, তাঁদের যানবাহনের জন্য খানাপাড়ায় অবস্থিত গণেশমন্দির প্ৰাঙ্গণে পাৰ্কিঙের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া প্ৰশাসনিক আইন কর্তৃপক্ষ মহাবিদ্যালয় থেকে খানাপাড়া কেন্দ্ৰীয় বিদ্যালয় পর্যন্ত এলাকায়ও সাধারণ নাগরিকরা তাঁদের যানবাহন পাৰ্কিং করতে পারবেন। সুষ্ঠু ও শান্তিপূৰ্ণভাবে ৭৩-তম স্বাধীনতা দিবস পালন করতে প্রশাসনকে সহায়তা করতে আনুরোধ জানিয়েছেন মহানগর ট্রাফিক পুলিশের ডেপুটি-কমিশনার প্ৰশান্ত শইকিয়া।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news