গোয়ালিয়র-এ ভারতীয় বায়ুসেনার বিমানঘাঁটি থেকে রুটিন প্রশিক্ষণের জন্য উড়েছিল মিগ-২১ এয়ারক্রাফ্ট| বুধবার সকাল দশটা নাগাদ এয়ারবেস থেকে দূরে, কৃষিজমিতে ভেঙে পড়ে মিগ-২১ এয়ারক্রাফ্ট
মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রুটিন প্রশিক্ষণের সময় ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার একটি মিগ-২১ ট্রেনার এয়ারক্রাফ্ট| সৌভাগ্যবশত এই এয়ারক্রাফ্ট দুর্ঘটনায় প্রাণহানির কোনও খবর নেই| মিগ-২১ ট্রেনার এয়ারক্রাফ্ট মাটিতে আছড়ে পড়ার আগেই এয়ারক্রাফ্ট থেকে বেরিয়ে আসেন গ্রুপ ক্যাপ্টেন এবং স্কোয়াড্রন লিডার| কী কারণে এই বিপত্তি, তা জানতে ভারতীয় বায়ুসেনার পক্ষ থেকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে|
ভারতীয় বায়ুসেনা সূত্রের খবর, গোয়ালিয়র-এ ভারতীয় বায়ুসেনার বিমানঘাঁটি থেকে রুটিন প্রশিক্ষণের জন্য উড়েছিল মিগ-২১ এয়ারক্রাফ্ট| বুধবার সকাল দশটা নাগাদ এয়ারবেস থেকে দূরে, কৃষিজমিতে ভেঙে পড়ে মিগ-২১ এয়ারক্রাফ্ট| মাটিতে আছড়ে পড়ার পরই মিগ-২১ ট্রেনার এয়ারক্রাফ্টে আগুন ধরে যায়| তবে, মাটিতে আছড়ে পড়ার আগেই এয়ারক্রাফ্ট থেকে বেরিয়ে আসেন গ্রুপ ক্যাপ্টেন এবং স্কোয়াড্রন লিডার| দু’জনই সুরক্ষিত আছেন|