রাজস্থানের জয়সলমের জেলার পোখরানে যুদ্ধাভ্যাসের সময় ট্যাংক-দুর্ঘটনায় প্রাণ হারালেন ভারতীয় সেনাবাহিনীর একজন জওয়ান
রাজস্থানের জয়সলমের জেলার পোখরানে যুদ্ধাভ্যাসের সময় ট্যাংক-দুর্ঘটনায় প্রাণ হারালেন ভারতীয় সেনাবাহিনীর একজন জওয়ান। এছাড়াও আরও একজন জওয়ান জখম হয়েছেন। মঙ্গলবার এই ঘটনাটি ঘটেছিল জয়সলমের সেক্টরের ফালসুন্দ শহরের কাছে, প্রকাশ্যে আসে বুধবার। বুধবার সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, জয়সলমের সেক্টরে ট্যাংক-সংক্রান্ত ঘটনায় প্রাণ হারিয়েছেন একজন সেনা জওয়ান।
এছাড়াও একজন জওয়ান জখম হয়েছেন। ফালসুন্দ শহরের কাছে টি-৯০ ট্যাংক চলাচলের সময় মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। ফালসুন্দ থানার পুলিশ অফিসার দেবকিশন জানিয়েছেন, ফালসুন্দ শহরের কাছে ট্যাংক লোড করার সময় দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পরমেশ্বর যাদব নামে একজন সেনা জওয়ান। জখম হয়েছেন আর ডি দীক্ষিত নামে আরও একজন জওয়ান। তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।