তামিলনাড়ুর কোয়েম্বাটুরে দেওয়াল ভেঙে মৃত ১৫, শক্তিশালী উত্তর-পূর্ব বাতাস একত্রিত হওয়ার কারণে তামিলনাড়ুতে আগামী দু’দিন ভারী থেকে অতি বৃষ্টির বজায় থাকবে।
অসময়ের বৃষ্টি থেকে আপাতত মুক্তি নেই। বরং আগামী ৪৮ ঘন্টা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ভারতের রাজ্য তামিলনাড়ুতে। তামিলনাড়ুর পাশাপাশি কেরল, লাক্ষাদ্বীপ, কর্ণাটক উপকূল এবং কর্ণাটক দক্ষিণাঞ্চলেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী ৪৮ ঘন্টা। কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতেও বৃষ্টি থেকে রেহাই নেই। ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) সোমবার সকালে জানিয়েছে, শক্তিশালী উত্তর-পূর্ব বাতাস একত্রিত হওয়ার কারণে তামিলনাড়ুতে আগামী দু’দিন ভারী থেকে অতি বৃষ্টির বজায় থাকবে। আইএমডি আরও জানিয়েছে, আগামী দু’দিন কেরল, লাক্ষাদ্বীপ, কর্ণাটক উপকূল এবং কর্ণাটক দক্ষিণাঞ্চলেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিগত কয়েকদিন ধরে অসময়ের বৃষ্টিতে নাজেহাল তামিলনাড়ু। অবিরাম বৃষ্টি হচ্ছে পুদুচেরিতেও। সোমবার সকালেই তামিলনাড়ুর কোয়েম্বাটুরে দেওয়াল ভেঙে মৃত্যু হয়েছে ১৫ জনের। প্রবল বৃষ্টির আশঙ্কায় চেন্নাইয়ে বন্ধ রয়েছে স্কুল। স্কুল বন্ধ রয়েছে পুদুচেরিতেও। এমতাবস্থায় আইএমডি-র ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস আরও চিন্তা বাড়াল।