আইএনএক্স মিডিয়া মামলায় ৫ সেপ্টেম্বর পর্যন্ত সিবিআই হেফাজতেই পি চিদম্বরম
সিবিআই না চাইলেও, ফের বাড়ল পি চিদম্বরমের সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) হেফাজতের মেয়াদ| গ্রেফতার হওয়ার পর থেকে এই নিয়ে পঞ্চমবার| আইএনএক্স মিডিয়া মামলায় ধৃত পি চিদম্বরমকে আগামী ৫ সেপ্টেম্বর (সোমবার) পর্যন্ত সিবিআই হেফাজতে পাঠিয়েছে সুপ্রিম কোর্ট| সিবিআই-এর পক্ষ থেকে এদিন শীর্ষ আদালতে জানানো হয়, ‘পি চিদম্বরমকে পুনরায় হেফাজতে নেওয়ার কোনও প্রয়োজন নেই| তাই তাঁকে বিচার বিভাগীয় হেফাজতের অধীনে তিহার জেলে পাঠানো হোক|’ কিন্তু, প্রবীণ কংগ্রেস নেতা পি চিদম্বরমকে আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট|
প্রসঙ্গত, আইএনএক্স মিডিয়ায় বিদেশি বিনিয়োগে অসঙ্গতির মামলায় গত ২১ আগস্ট রাতে গ্রেফতার করা হয় প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমকে| দফায় দফায় তাঁর সিবিআই হেফাজতের মেয়াদ বাড়িয়েছে বিশেষ সিবিআই আদালত| মঙ্গলবার সিবিআই না চাইলেও, ৫ সেপ্টেম্বর পর্যন্ত পি চিদম্বরমকে সিবিআই হেফাজতে পাঠিয়েছে সুপ্রিম কোর্ট