দেশবাসীকে হোলির শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু
দেশবাসীকে হোলির শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু।
সোমবার নিজের ট্যুইটবার্তায় রাষ্ট্রপতি লেখেন, ভারতীয় সাংস্কৃতিক দিনাঙ্কে একটা বিশেষ স্থান রয়েছে রঙের এই উৎসবের। এই উৎসব সকলের মধ্যে আশার উদ্দীপনা সঞ্চার করে। ভারতের সাংস্কৃতিক বৈচিত্রের প্রতীক বহু রঙে রাঙিত এই হোলি। জাতীয় মূল্যবোধকে তুলে ধরার পাশপাশি সকলের মঙ্গল করুক এই উৎসব।
উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু নিজের ট্যুইটবার্তায় লিখেছেন, রঙের এই উৎসবে মানুষ আরও কাছাকাছি আসে। একতা, সৌভ্রাতৃত্বকে বৃদ্ধি করে এই উৎসব। দেশবাসীকে সমৃদ্ধির পথে নিয়ে যাক এই উৎসব।