দিল্লির বিজ্ঞান ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ওডিশা, অন্ধ্রপ্রদেশ, ঝাড়খন্ড, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীরা।
লক্ষ্য মাওবাদীদের দমন করা। সেই লক্ষ্যে সোমবার মাওবাদী প্রভাবিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
এদিন দিল্লির বিজ্ঞান ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ওডিশা, অন্ধ্রপ্রদেশ, ঝাড়খন্ড, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীরা। বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হলেও তিনি এই বৈঠকে যোগ দেননি। বৈঠকে মহারাষ্ট্র, তেলেঙ্গানা, ছত্তিশগড়ের সীমান্তের সংযোগস্থলে মাওবাদীদের বাড়বাড়ন্তের বিষয়টি নিয়ে আলোচনা হয়। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এর মোকাবিলার বিষয়ে কি পদক্ষেপ নেওয়া উচিত তাও আলোচনা হয়। পাশাপাশি মাওবাদীদের আর্থিক অবস্থা বিষয়টিও উত্থাপন করা হয় বৈঠকে। কি ভাবে এবং কারা অর্থ যোগান দিচ্ছে তাও বৈঠকে উঠে আসে।
সম্প্রতি কেন্দ্রীয় বাহিনী সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স (সিএপিএফ) রাজ্য পুলিশের সহযোগিতায় মাওবাদী প্রভাবিত বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছে। বেশ কয়েকজন মাওবাদীকে নিকেশও করা হয়েছে। এমনকি ছত্তিশগড়ের সাম্প্রতিক সময়ে বহু মাওবাদী কম্যাণ্ডার আত্মসমর্পণও করেছে। এদিনের বৈঠকে সেই বিষয়টিও উত্থাপিত হয়।