নাগরিকত্ব সংশোধনী বিল সম্পর্কে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে বিগত এক সপ্তাহের মধ্যে অকালেই প্রাণ গিয়েছে ৬ জনের। যে মৃত্যুর সঙ্গে জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি)-র নাম জড়িয়ে গিয়েছে সহজেই। বঙ্গবাসীকে এনআরসি নিয়ে শুধু শুধু ভয় না পাওয়ার জন্য অভয়ও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এই আবহের মধ্যেই আগামী ১ অক্টোবর কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) এবং নাগরিকত্ব সংশোধনী বিল সম্পর্কে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিশেষজ্ঞ মহলের ধারণা, জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) নিয়ে পশ্চিমবঙ্গে যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে সম্ভবত সেই আতঙ্ক দূর করতেই বক্তব্য রাখবেন স্বরাষ্ট্রমন্ত্রী।
ভিটে হারানোর আতঙ্ক এখন বহু বঙ্গবাসীর মনে। এনআরসি-র চিন্তায় হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছেন বাড়ির পুরনো দলিল, কাগজপত্র। কেউ খুঁজে পাচ্ছেন, কেউ আবার খুঁজে পাচ্ছেন না। ফলে চিন্তা বাড়ছে। সবমিলিয়ে এনআরসি আতঙ্ক গ্রাস করেছে বঙ্গবাসীকে। এমতাবস্থায় আগামী ১ অক্টোবর কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কী বার্তা দেন, সে দিকেই তাঁকিয়ে বঙ্গবাসী।