১১৭ নম্বর জাতীয় সড়কের বিস্তীর্ণ অঞ্চল হুগলী নদীর গর্ভে ইতিমধ্যেই চলে গিয়েছে। ঘটনার জেরে ১১৭ নম্বর জাতীয় সড়কের ওই অংশে বন্ধ রাখা হয়েছে যান চলাচল
আচমকা নদী বাঁধে বিশাল ধস নামল দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে। ডায়মন্ড হারবার জেটিঘাটের কাছে বিশাল এলাকা জুড়ে ধস নামে। এর ফলে ১১৭ নম্বর জাতীয় সড়কের বিস্তীর্ণ অঞ্চল হুগলী নদীর গর্ভে ইতিমধ্যেই চলে গিয়েছে। ঘটনার জেরে ১১৭ নম্বর জাতীয় সড়কের ওই অংশে বন্ধ রাখা হয়েছে যান চলাচল।
ডায়মন্ড হারবারকে সাজিয়ে তুলতে রাজ্য সরকারের তরফ থেকে ২৫ কোটি টাকা ব্যয়ে চলছে সৌন্দর্যায়ন প্রকল্পের কাজ। ঠিক সেই প্রকল্পের পাশেই বৃহস্পতিবার সকালে এলাকার মানুষজন বিশাল ধস দেখতে পান। ধীরে ধীরে নদীর পাড় থেকে শুরু করে জাতীয় সড়ক সমস্ত কিছু তলিয়ে যেতে থাকে। ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকায়। খবর পেয়ে ডায়মন্ড হারবার থানার পুলিশ, সেচ দফতরের আধিকারিক ও প্রশাসনের অন্যান্য কর্তারা ঘটনাস্থলে এসে বন্ধ করে দেন ১১৭ নম্বর জাতীয় সড়কে যান চলাচল। পাশাপাশি প্রশাসনের তরফ থেকে দ্রুত এই বাঁধ মেরামতির চেষ্টা শুরু হয়েছে।