কেন্দ্রীয়মন্ত্রী গিরিরাজ জানিয়েছেন, জরুরি অবস্থার সময় গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল। গতকাল গোটা দেশ দেখেছে ২৫ ঘণ্টার জন্য ফেরার ছিলেন প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী।
দোষীসাব্যস্ত হলে শাস্তি পাবেন চিদম্বরম, এমনটাই দাবি কেন্দ্রীয়মন্ত্রী গিরিরাজ সিং-এর । পাশাপাশি কংগ্রেসের দাবিকে নস্যাৎ করে দিয়ে গিরিরাজ পালটা জানিয়েছেন, বহুকাল আগে জরুরি অবস্থার সময় গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল।
এদিন চিদম্বরমের গ্রেফতারি প্রসঙ্গে ক্ষোভ উগরে দিয়ে কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা দাবি করেছিলেন, বিগত দু’দিন ধরে প্রকাশ্য দিবালোকে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। যার সাক্ষী গোটা দেশ। দেশের আইনকে নতজানু করে সিবিআই এবং ইডির মতো সরকারি প্রতিষ্ঠানকে ব্যবহার করে ব্যক্তিগত প্রতিশোধ নেওয়া হয়েছে। বেছে বেছে প্রতিহিংসাপরায়ণ হয়ে বিদ্বেষমূলক ভাবে পি চিদম্বরমকে নিগৃহীত করা হয়েছে তাতে রাজনৈতিক প্রতিহিংসা স্পষ্ট বোঝা যাচ্ছে।
কংগ্রেসের এমন দাবিকে নস্যাৎ করে কেন্দ্রীয়মন্ত্রী গিরিরাজ জানিয়েছেন, জরুরি অবস্থার সময় গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল। গতকাল গোটা দেশ দেখেছে ২৫ ঘণ্টার জন্য ফেরার ছিলেন প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী। নিজেকে তিনি বিশিষ্ট ব্যক্তি হিসেবে আখ্যা করলেন। অথচ কেন তিনি সেই সময় বেপাত্তা ছিলেন? বিশিষ্ট ব্যক্তি হিসেবে দেশের আইন মেনে চলা উচিত ছিল তাঁর।
উল্লেখ করা যেতে পারে লুকআউট নোটিস জারি হওয়ার পর বুধবার পি চিদম্বরমকে গ্রেফতার করে সিবিআই। তার জেরে উত্তাল দেশের রাজনৈতিক মহল।