আন্তর্জাতিক মানবতা আইন লঙ্ঘন করছে দিল্লি: পাক প্রধানমন্ত্রী

< 1 - মিনিট |

উল্টোসুর পাক প্রধানমন্ত্রী ইমরান খানের গলায়। নিজেদের দিকের তির ভারতের দিকে ঘুরিয়ে অভিযোগ, আন্তর্জাতিক মানবতা আইন ভঙ্গ করছে দিল্লি।

কে আর সি টাইমস ডেস্ক

ভারতীয় সেনার হাতে নিহত পাঁচ পাক বর্ডার অ্যাকশন ব্যাটালিয়নের দেহ ভারত পাকিস্তানকে ফিরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেয়। তবে সাদা পতাকা দেখিয়ে দেহ নিয়ে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে ভারতের তরফ থেকে। এরপর থেকেই শোনা যায় উল্টোসুর
হটাৎই বদলে যাই পাক প্রধানমন্ত্রী ইমরান খানের নির্দেশিকা। নিজেদের দিক থেকে তির ভারতের দিকে ঘুরিয়ে দিয়ে তাঁর অভিযোগ, আন্তর্জাতিক মানবতা আইন ভঙ্গ করছে দিল্লি।

রবিবার টুইটে ইমরান লিখেছেন, ‘সীমান্ত রেখাতে নিরপরাধ মানুষের উপর ভারতের হামলার তীব্র নিন্দা করছি। তারা আন্তর্জাতিক মানবতা আইন লঙ্ঘন করছে এবং কিছু অস্ত্রের উপর ১৯৮৩ সালের কনভেনশনে নিজেদের প্রতিশ্রুতি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। শান্তি ও নিরাপত্তার প্রতি এই আন্তর্জাতিক হুমকির বিষয়টি খতিয়ে দেখুক রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ।’ শুধু এই নয় কাশ্মীর মধ্যস্থতা ইস্যুকে মহড়া বানিয়ে লিখেছেন, ‘রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প কাশ্মীর নিয়ে মধ্যস্থতা করতে আগ্রহী হয়েছিলেন । এখনই তা করার যথাযথ সময় । পরিস্থিতি ক্রমশ উদগ্রীব হয়ে পড়ছে। নিয়্ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় সেনাবাহিনী নয়া আগ্রাসী মনোভাব নিয়েছে।’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news