ত্রিপুরায় মুখ্যমন্ত্রী-সহ মন্ত্রী-বিধায়কদের বেতন দ্বিগুণ হচ্ছে

< 1 - মিনিট |

বিধানসভায় আইনমন্ত্রী রতনলাল নাথ এই সংক্রান্ত সংশোধনী বিল পেশ করেছেন৷ বিলের সংশোধনী মোতাবেক নতুন পেনশন হবে ৩৪,৫০০ টাকা৷ অতীতে তা ছিল ১৭,২৫০ টাকা৷ সাথে অন্যান্যও ভাতাও বাড়ছে

কে আর সি টাইমস ডেস্ক

ত্রিপুরার মুখ্যমন্ত্রী-সহ উপ-মুখ্যমন্ত্রী, অন্য মন্ত্রী, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, বিরোধী দলনেতা, মুখ্যসচেতক এবং বিধায়কদের বেতন-ভাতা দ্বিগুণভাবে বাড়তে চলেছে ৷ আজ বিধানসভায় আইনমন্ত্রী রতনলাল নাথ এই সংক্রান্ত সংশোধনী বিল পেশ করেছেন৷
নয়া সংশোধনী বিল অনুযায়ী, মুখ্যমন্ত্রীর ৫৩,৬৩০ টাকা, উপ-মুখ্যমন্ত্রীর ৫২,৬৩০ টাকা, অন্য মন্ত্রীদের ৫১,৭৮০ টাকা, বিরোধী দলনেতার ৫১,৭৮০ টাকা, অধ্যক্ষের ৫১,৭৮০ টাকা, উপাধ্যক্ষের ৫০,৫১০ টাকা মুখ্য সচেতকের ৫১,৭৮০ টাকা এবং বিধায়কদের ৪৮,৪২০ টাকা বেতন হবে৷


এছাড়াও অন্যান্য ভাতাও বাড়ছে তাঁদের৷ এদিকে, বেতন বাড়ার পাশাপাশি বাড়তে চলেছে পেনশনও৷ বিলের সংশোধনী মোতাবেক নতুন পেনশন হবে ৩৪,৫০০ টাকা৷ অতীতে তা ছিল ১৭,২৫০ টাকা৷ সাথে অন্যান্যও ভাতাও বাড়ছে৷


পূর্বতন সরকারের আমলে অন্তিমবার ২০১৬ সালে মন্ত্রী-বিধায়কদের বেতন-ভাতা বেড়েছিল৷ ওই বেতন বেড়ে হয়েছিল মুখ্যমন্ত্রীর ২৬,৩১৫ টাকা, মন্ত্রীদের ২৫,৮৯০ টাকা, অধ্যক্ষের ২৫,৯৯০ টাকা, উপাধ্যক্ষের ২৫,২৫৫ টাকা, সরকারি মুখ্য সচেতকের এবং বিরোধী দলনেতার ২৫,৮৯০ টাকা এবং বিধায়কদের ২৪,২০০ টাকা৷ সাথে অন্যান্য ভাতাও বেড়েছিল৷ কিন্তু এবার একলাফে দ্বিগুণ বেড়ে যাচ্ছে তাঁদের বেতন-ভাতা৷

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news