মশার বাড়বাড়ন্ত পরিশ্রান্ত রাজধানী, জোর সচেতনতায়

< 1 - মিনিট |

বর্ষার শুরু থেকেই মশাবাহিত রোগে অতিষ্ঠ দিল্লিবাসী। এপর্যন্ত ম্যালেরিয়ায় আক্রান্ত ৮০ ডেঙ্গুতে ৩৪

কে আর সি টাইমস ডেস্ক

বর্ষা পড়তেই মশাবাহিত রোগের বাড়বাড়ন্ত দিল্লিতে। সোমবার প্রকাশিত পুর রিপোর্টে তথ্য অনুযায়ী জানা গিয়েছে চলতি বছরে এখনও পর্যন্ত ৮০টির বেশি মানুষ ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছে। শুধুমাত্র এই জুলাইতেই ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছে ৩৯। অন্যদিকে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ৩৪। ২৭ জুলাই পর্যন্ত ডেঙ্গুর ৩৪টি ঘটনা সামনে এসেছে। জুলাইতে ১২, জুনে ১১, মে ৩, এপ্রিল ২, মার্চে ৪ এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে একটি করে ডেঙ্গুর ঘটনা প্রকাশ্যে এসেছে। গত বছর দিল্লিতে ২৭৯৮ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল তার মধ্যে চারজনের মৃত্যু হয়েছিল। পাশাপাশি চিকুনগুনিয়ায় আক্রান্তের সংখ্যা ১৯।
মশাবাহিত রোগ থেকে মুক্তি পেতে গেলে সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব দিয়েছে চিকিৎসকেরা। জল জমে মশার প্রজনন যেসব বাড়িতে হয়েছে তেমন ৪৬৫৮০ জনকে আইনি নোটিস পাঠানো হয়েছে। উল্লেখ করা যেতে পারে গত বছর ১৬৫টি চিকুনগুনিয়ার ঘটনা প্রকাশ্যে আসে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news