পাকিস্তানের দুই ব্যাট কম্যান্ডোকে নিকেশ করল ভারত

< 1 - মিনিট |

নিয়ন্ত্রণ রেখার কাছে ১০০-র বেশি এসএসজি কম্যান্ডো মোতায়েন করেছে পাকিস্তান। এদিকে ভারতীয় সেনাবাহিনী এই সকল কম্যান্ডোদের উপর নজর রেখে চলেছে

কে আর সি টাইমস ডেস্ক

কাশ্মীরের গুরেজ সেক্টরে বুধবার পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিমের (ব্যাট) নাশকতার ছক বানচাল করে দিল ভারত। ব্যাটের দুই এসএসজি কম্যান্ডোকে নিকেশ করেছে ভারতীয় সেনাবাহিনী। পাশাপাশি সেনাবাহিনীর গুলিতে গুরুতর জখম আরও দুই কম্যান্ডো। প্রশাসনের তরফে জানানো হয়েছে ব্যাটে পাকিস্তানের সেনা জওয়ানও ছাড়া রয়েছে সন্ত্রাসবাদী সংগঠনের জঙ্গিরা।

নিয়ন্ত্রণ রেখার কাছে ১০০-র বেশি এসএসজি কম্যান্ডো মোতায়েন করেছে পাকিস্তান। এদিকে ভারতীয় সেনাবাহিনী এই সকল কম্যান্ডোদের উপর নজর রেখে চলেছে। এই সকল কম্যান্ডো জইশ-ই-মহম্মদ সহ অন্যান্য জঙ্গি সংগঠনগুলির সঙ্গে মিলে কাজ করে চলেছে। গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে পাকিস্তান অধিকৃত কাশ্মীর ১২ আফগানি জেহাদিদের মোতায়েন করা হয়েছে। ভারতের ঢোকার চেষ্টা চালাচ্ছে তারা। উল্লেখ করা যেতে পারে মঙ্গলবার উরি সেক্টরে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে পাকিস্তান। এর যোগ্য জবাব দেয় ভারত।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news