পাক হামলায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ২১ জন| পাকিস্তানকে হুঁশিয়ারিও দিয়েছে ভারত
চলতি বছরে এখনও পর্যন্ত দু’হাজারেরও বেশি বার সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তানি সেনাবাহিনী| পাক হামলায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ২১ জন| পাকিস্তানকে হুঁশিয়ারিও দিয়েছে ভারত| কিন্তু, কোনও রকম প্ররোচনা ছাড়াই একই কাজ বারবার করে চলেছে পাকিস্তান| শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত পুনরায় সংঘর্ষবিরতি ভেঙে আক্রমণ শানাল পাকিস্তানি সেনাবাহিনী|
শুক্রবার রাতে জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার মেন্ধরের বালাকোট সেক্টরে গোলাগুলি বর্ষণ করে হামলা চালায় পাক সেনাবাহিনী| রাতের অন্ধকারে বালাকোট সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর আবস্থিত ভারতীয় সেনা ছাউনি ও সীমান্ত বরাবর একাধিক গ্রাম লক্ষ্য করে মর্টার শেল নিক্ষেপ করে পাক সেনাবাহিনী|
শুধুমাত্র বালাকোট সেক্টর নয়, শুক্রবার রাত আটটা থেকে দশটা পর্যন্ত জম্মু ও কাশ্মীরের নৌশেরা সেক্টরে এলোপাথাড়ি গুলিবর্ষণ করে পাক সেনাবাহিনী| ওই সময়েই শত্রুপক্ষকে যোগ্য জবাব ফিরিয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী|
শুক্রবার রাতে বালাকোট ও নৌসেনা সেক্টরে গুলি চালানোর পর, শনিবার সকাল ৯.৪৫ মিনিট নাগাদ পুঞ্চ জেলার শাহপুর ও কের্নি সেক্টরেও হামলা চালায় পাক সেনাবাহিনী| যদিও, পাক হামলায় ভারতীয় ভূখণ্ডে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি|