ঊর্ধ্বমুখী ভারত-মার্কিন সম্পর্ক : বিদেশমন্ত্রী

< 1 - মিনিট |

ভারত-মার্কিন সম্পর্ক বহুদূর চলে এসেছে। রাজনৈতিক সুস্থিরতা থেকে শুরু করে নিরাপত্তাজনিত সহযোগিতা, এমন কোনও ক্ষেত্র নেই যা বিগত বছরগুলিতে ঊর্ধ্বমুখী হয়নি

কে আর সি টাইমস ডেস্ক

ভারত-মার্কিন সম্পর্ক খুব ভাল অবস্থায় রয়েছে, এমনটাই দাবি কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের। তাঁর মন্ত্রকের ১০০ দিন পূর্তিতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নয়াদিল্লিতে মঙ্গলবার ভারত ও আমেরিকার বাণিজ্য সম্পর্কে তিনি বলেন, “৯০ শতাংশ পূর্ণ ও ১০ শতাংশ অর্ধেক। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আগামী রবিবার ‘হাউডি, মোদী !’ ইভেন্টে যোগ দেবেন প্রধানমন্ত্রীর সঙ্গে। বিষয়টি অত্যন্ত সম্মানজনক।

ভারত-মার্কিন সম্পর্ক বহুদূর চলে এসেছে। রাজনৈতিক সুস্থিরতা থেকে শুরু করে নিরাপত্তাজনিত সহযোগিতা, এমন কোনও ক্ষেত্র নেই যা বিগত বছরগুলিতে ঊর্ধ্বমুখী হয়নি। হাউস্টনের ইভেন্টের মত অনুষ্ঠানে দু’পক্ষেরই ভূমিকা দ্বিদলীয়। সম্পর্ক খুব ভাল অবস্থায় রয়েছে।” 

এদিনের সাংবাদিক বৈঠকে তিনি আরও বলেন, “যে কোনও সম্পর্কের মত এখানেও ইস্যু রয়েছে। বাণিজ্যগত সমস্যা অবশ্য স্বাভাবিক। এর থেকে সম্পর্ক কতটা বলিষ্ঠ, তা বোঝা যায়।” তিনি এও বলেন, সরকার গত কয়েক মাস ধরে আমেরিকার সঙ্গে আলোচনা করে বাণিজ্য সংক্রান্ত বিষয়টি মিটিয়ে নিতে সচেষ্ট হয়েছে। বিদেশমন্ত্রীর কথায়, “পরিস্থিতি এমনই, যে গ্লাস ৯০ শতাংশ ভর্তি ও ১০ শতাংশ খালি।” ‘হাউডি, মোদী!’

ইভেন্টে পাকিস্তানের ওপর কী প্রভাব পড়বে, এ প্রসঙ্গে জয়শঙ্কর বলেন, “কেবল পাকিস্তান নয়। সারা বিশ্ব হাউস্টনের ইভেন্ট দেখবে এবং জানবে ভারতীয় ও মার্কিনরা কী পেল। ওই ইভেন্ট থেকে বহু বার্তাই পৌঁছাবে বিশ্ববাসীর কাছে। এখন পাকিস্তান কোনটা গ্রহণ করবে সেটা তারাই জানে।” এদিনের বৈঠকে তিনি জম্মু ও কাশ্মীর প্রসঙ্গেও মুখ খোলেন।

গত ৫ আগস্ট সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে জম্মু ও কাশ্মীরের ‘স্পেশাল স্ট্যাটাস’ তুলে নেওয়া হয়। সেখানকার বহু রাজনৈতিক নেতাকে আটক করা হয়। রাজ্যে বহু বিষয়ে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তিনি বলেন, “জম্মু ও কাশ্মীর নিয়ে মানুষ কী বলছে তা নিয়ে চিন্তার কিছু নেই। ভারতের অবস্থান ১৯৭২ সাল থেকে পরিষ্কার।”

মার্কিন কংগ্রেসের কাছে এ ব্যাপারে বাধার সম্মুখীন হওয়ার সম্ভাবনা নিয়ে তিনি জানান, “যদি আমি কংগ্রেসের কোনও সদস্যের মুখোমুখি হই, আমি জানতে চাইব, আপনারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়েছেন, এক্ষেত্রে আপনাদের প্রতিক্রিয়া কী? নিস্পৃহ থাকা? আপনারা কী করতেন যদি আপনাদের দেশের সর্বত্র এক আইন প্রযোজ্য না করা যেত?”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news