সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে কোনও প্ররোচনা ছাড়াই আক্রমণ চালাচ্ছে পাকিস্তান সেনা
ভারত-পাকিস্তান সীমান্তের উত্তেজনা যেন কিছুতেই কমছে না। পুলওয়ামার ঘটনার পর মাঝখানে বেশ কিছুদিন শান্ত থাকলেও গত কয়েকদিন ধরে ফের উত্তপ্ত উপত্যকার সীমান্তবর্তী অঞ্চল। ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, গত কয়েকদিন ধরে পুঞ্চ, রাজৌরি সহ একাধিক সীমান্ত অঞ্চলে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে কোনও প্ররোচনা ছাড়াই আক্রমণ চালাচ্ছে পাকিস্তান সেনা।লাগাতার সীমান্ত এলাকায় ভারতীয় সেনা ছাউনি টার্গেট করে শেলিং চালিয়ে যাচ্ছে তারা। তবে চুপ করে নেই ভারতীয় সেনাবাহিনীও। তাদের পালটা জবাবেপাক সেনাবাহিনীর জওয়ান মানজুর আব্বাসীর মৃত্যু হয়েছে। পাকিস্তান সেনার তরফেও স্বীকার করে নেওয়া হয়েছে এই ঘটনা। পাশাপাশি পড়শি দেশের সংবাদ মাধ্যমও পাক সেনার মৃত্যুর ঘটনা স্বীকার করে নিয়ে জানিয়েছে, ভারতীয় সেনাদের গুলিতে পাকিস্তানের বেশ কিছু সাধারণ মানুষ আহত হওয়ার পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ভারতীয় সেনার দাবি, সীমান্ত সংলগ্ন গ্রামগুলির সাধারণ মানুষকে লক্ষ্য করে পাকিস্তান লাগাতার গুলি বর্ষণ করে আসছিল। সেনাবাহিনীর পক্ষ থেকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রককে বিষয়টি জানানো হলে সংশ্লিষ্টমন্ত্রক সঙ্গে সঙ্গে সবুজ সঙ্কেত দিয়ে জানিয়ে দেয়, পাকিস্তান সন্ত্রাসবাদ জারি রাখলে ভারতীয় সেনাবাহিনীও যেন কড়া ভাবেই জবাব দেয়। রেড অ্যালার্ট জারি করার পাশাপাশি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়ে দেয়, পাক সেনার কোনও প্ররোচনার জবাব দিতে যেন দেরি না করে ভারতীয় সেনা।