মহারাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রকের কার্যালয়ে ভারতীয় নাগরিকত্বের শংসাপত্র দেওয়া হয়
কয়েক বছর আগে পাকিস্তান থেকে আসা ২৩ জন হিন্দুদের সোমবার মহারাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রকের কার্যালয়ে ভারতীয় নাগরিকত্বের শংসাপত্র দেওয়া হয়। এই ২৩ জন হিন্দু বহু বছর ধরে মহারাষ্ট্রের জলগাঁও, আমরাবতী এবং কোলহাপুরে বসবাস করছিলেন। এরা ভারতীয় নাগরিকত্ব পাওয়ার জন্য অনেক আগেই আবেদন করেছিল। রাজ্য স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী ডাঃ রঞ্জিত পাটিল এবং স্বরাষ্ট্র মন্ত্রকের অপর প্রতিমন্ত্রী দীপক কেসরকর এই ২৩ জন পাকিস্তানি নাগরিকদের ভারতীয় নাগরিকত্বের শংসাপত্র তুলে দিয়েছেন। কেসরকর বলেছেন যে এই সমস্ত পাকিস্তানি নাগরিককে ভারতীয় নাগরিকত্ব দিতে পেরে তিনি খুশি। এই সমস্ত লোক দেশ বিভাগের সময় পাকিস্তানে পাড়ি দিয়েছিল। ভারতের প্রতি এই সকল মানুষের ভালবাসা পুনরায় প্রতিষ্ঠিত হয়েছে। এই কারণে, এই মানুষগুলি ভারতে ফিরে এসে মহারাষ্ট্রে বসবাস করছিল।