ফখরউদ্দিন আলি আহমেদ ১৯৭৪ থেকে ১৯৭৭ সাল পর্ষন্ত ভারতের পঞ্চম রাষ্ট্ৰপতি হিসেবে কাৰ্যনিৰ্বাহ করেছিলেন।
ভারতের প্ৰাক্তন পঞ্চম রাষ্ট্ৰপতি প্রয়াত ফখরউদ্দিন আলি আহমেদের পরিবারের নাম আসেনি এনআরসি-র চূড়ান্ত তালিকায়। শনিবার প্রকাশিত জাতীয় নাগরিকপঞ্জির চূড়ান্ত তালিকায় প্রয়াত রাষ্ট্রপতির ভ্রাতুষ্পুত্রের পরিবারের কারোর নাম সন্নিবিষ্ট হয়নি। অবশ্য তাঁদের নাম ২০১৮ সালের ৩১ জুলাই প্ৰকাশি এনআরসি-র চূড়ান্ত খসড়ায় পাওয়া যায়নি।
ফখরউদ্দিন আলি আহমেদ ১৯৭৪ থেকে ১৯৭৭ সাল পর্ষন্ত ভারতের পঞ্চম রাষ্ট্ৰপতি হিসেবে কাৰ্যনিৰ্বাহ করেছিলেন।
এ প্রসঙ্গে প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতির ভ্রাতুষ্পুত্রের ছেলে জিয়াউদ্দিন আহমেদ বলেন, ‘আমি প্ৰাক্তন রাষ্ট্ৰপতি ফখরউদ্দিন আলি আহমেদের ভ্রাতুষ্পুত্র। বাবার নাম লিগেসি ডাটায় ছিল না বলেই এনআরসি-র তালিকায় আমার নাম আসেনি। এ নিয়ে আমি চিন্তিত।’ তবে এনআরসিতে নাম তুলতে যা করার সে চেষ্টা তিনি করবেন, জানান জিয়াউদ্দিন।
প্রসঙ্গত, গতকাল প্ৰকাশিত এনআরসি-র চূড়ান্ত তালিকা থেকে অসমের ১৯,০৬,৬৫৭ জনের নাম বাদ পড়েছে। পুনরাবেদনের জন্য তাঁদের ১২০ দিন অর্থাৎ চার মাস সময় দেওয়া হয়েছে।