এনআরসি-র তালিকায় নাম নেই ভারতের প্রাক্তন পঞ্চম রাষ্ট্ৰপতির পরিবারের

< 1 - মিনিট |

ফখরউদ্দিন আলি আহমেদ ১৯৭৪ থেকে ১৯৭৭ সাল পর্ষন্ত ভারতের পঞ্চম রাষ্ট্ৰপতি হিসেবে কাৰ্যনিৰ্বাহ করেছিলেন।

কে আর সি টাইমস ডেস্ক

ভারতের প্ৰাক্তন পঞ্চম রাষ্ট্ৰপতি প্রয়াত ফখরউদ্দিন আলি আহমেদের পরিবারের নাম আসেনি এনআরসি-র চূড়ান্ত তালিকায়। শনিবার প্রকাশিত জাতীয় নাগরিকপঞ্জির চূড়ান্ত তালিকায় প্রয়াত রাষ্ট্রপতির ভ্রাতুষ্পুত্রের পরিবারের কারোর নাম সন্নিবিষ্ট হয়নি। অবশ্য তাঁদের নাম ২০১৮ সালের ৩১ জুলাই প্ৰকাশি এনআরসি-র চূড়ান্ত খসড়ায় পাওয়া যায়নি।

ফখরউদ্দিন আলি আহমেদ ১৯৭৪ থেকে ১৯৭৭ সাল পর্ষন্ত ভারতের পঞ্চম রাষ্ট্ৰপতি হিসেবে কাৰ্যনিৰ্বাহ করেছিলেন।

এ প্রসঙ্গে প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতির ভ্রাতুষ্পুত্রের ছেলে জিয়াউদ্দিন আহমেদ বলেন, ‘আমি প্ৰাক্তন রাষ্ট্ৰপতি ফখরউদ্দিন আলি আহমেদের ভ্রাতুষ্পুত্র। বাবার নাম লিগেসি ডাটায় ছিল না বলেই এনআরসি-র তালিকায় আমার নাম আসেনি। এ নিয়ে আমি চিন্তিত।’ তবে এনআরসিতে নাম তুলতে যা করার সে চেষ্টা তিনি করবেন, জানান জিয়াউদ্দিন।

প্রসঙ্গত, গতকাল প্ৰকাশিত এনআরসি-র চূড়ান্ত তালিকা থেকে অসমের ১৯,০৬,৬৫৭ জনের নাম বাদ পড়েছে। পুনরাবেদনের জন্য তাঁদের ১২০ দিন অর্থাৎ চার মাস সময় দেওয়া হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news