‘জম্মু-কাশ্মীরে এখন উত্তরপূর্বের আদলে উন্নয়ন হবে’:কেন্দ্ৰীয়মন্ত্ৰী জিতেন্দ্ৰ সিং

2 - মিনিট |

জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহার করার পর দেশজুড়ে কতিপয় স্বার্থান্বেষী অপপ্ৰচারে লিপ্ত হয়েছেন। তাই তিনি এ-ধরনের অপপ্ৰচারে দেশবাসীকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান

কে আর সি টাইমস ডেস্ক

উত্তর-পূর্বাঞ্চলের আদলেই জম্মু-কাশ্মীরের উন্নয়ন হবে। এক দেশ এক সংবিধান চান সবাই। জন্মু-কাশ্মীরের পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক। গুয়াহাটিতে বলেছেন কেন্দ্রীয় ডেভেলপমেন্ট অব নর্থইস্ট রিজিওন (ডোনার) দফতরের মন্ত্ৰী জিতেন্দ্ৰ সিং।

বুধবার দুপুরে লাদাখের নবনিৰ্বাচিত সাংসদ জামোয়াং শেরিং নামগিয়াল, সাংসদ তথা বিজেপির সর্বভারতীয় মুখপাত্র মীনাক্ষী লেখি, ‘কমল সন্দেশ’-এর প্ৰাক্তন সম্পাদক শিবশক্তি বস্কিকে সঙ্গে নিয়ে উত্তর-পূৰ্বাঞ্চলের ভারতীয় জনতা পাৰ্টির ক্ষেত্ৰীয় প্ৰমুখবর্গের সামনে ‘ন্যাশনাল ইউনিটি ক্যাম্পেন ওয়ান ন্যাশন ওয়ান কনস্টিটিউশন’ শীর্ষক প্ৰশিক্ষণ সমাবেশে এসেছিলেন কেন্দ্রীয় মন্ত্ৰী জিতেন্দ্ৰ সিং ক্ষেত্ৰীয় প্ৰমুখদের প্ৰশিক্ষণ সমাবেশ অনুষ্ঠানের পর আয়োজিত সাংবাদিক সম্মেলনে বক্তব্য পেশ করতে গিয়ে কেন্দ্ৰীয় মন্ত্ৰী আরও বলেন, জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহার করার পর দেশজুড়ে কতিপয় স্বার্থান্বেষী অপপ্ৰচারে লিপ্ত হয়েছেন। তাই তিনি এ-ধরনের অপপ্ৰচারে দেশবাসীকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান। সিঙের মতে, জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ অনুচ্ছেদ প্ৰত্যাহার হওয়ায় সমগ্ৰ দেশ লাভবান হবে।

জিতেন্দ্র সিং বলেন, ‘‘জম্মু-কাশ্মীরে ধারা ৩৭০ বলবৎ ছিল বলেই রাজ্য সন্ত্ৰাসবাদীদের ঘাঁটিতে পরিণত হয়েছিল। ৩৭০ ধারাই ছিল সন্ত্রাসীর মূল কারণ। ৩৭০-এর সুযোগ নিয়ে কাশ্মীরে পাকিস্তানি সন্ত্ৰাসবাদী কাজকর্ম চলছিল।’ বলেন, জম্মু-কাশ্মীর এখন সন্ত্ৰাস-মুক্ত হবে, সে দিন বেশি দূরে নয়। ডোনারমন্ত্ৰী বলেন, বিগত পাঁচবছরে প্ৰধানমন্ত্ৰী মোদী সন্ত্ৰাসবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন, তা আমরা সবাই দেখছে।

তিনি বলেন, গত পাঁচ বছরে মোদী সরকার উত্তর-পূৰ্বাঞ্চলের বহু ক্ষেত্রে পরিকাঠামো পরিবর্তনের পাশাপাশি যেমন উন্নয়ন করেছে, ঠিক সেভাবেই জম্মু-কাশ্মীরের বিকাশও হবে। তিনি বিজেপি নেতৃত্বাধীন সরকার অরুণাচল প্রদেশ এবং মিজোরামের বিমানবন্দর, রেল পরিষেবা ইত্যাদির প্ৰসার ঘটিয়েছে। এখন থেকে বিভিন্ন ক্ষেত্ৰে জন্মু-কাশ্মীরেও কেন্দ্ৰীয় সরকার উন্নয়নমূলক প্রকল্প রূপায়ণ করবে। রাজ্যের উদ্যানশস্য-সহ কৃষিক্ষেত্ৰেরও বিকাশ সাধন করা হবে।

এছাড়া উত্তর-পূৰ্বাঞ্চলে পরিকাঠামো উন্নয়নে আরও কেন্দ্র মনোনিবেশ করবে বলে আশ্বাস দিয়েছেন ডোনারমন্ত্রী জিতেন্দ্র। বলেন, ‘উত্তর-পূৰ্বাঞ্চলের পাৰ্বত্য রাজ্যগুলোর পাশাপাশি লাদাখ, জম্মু-কাশ্মীর এবং হিমাচলপ্ৰদেশেও অৰ্থনৈতিক নবজাগরণ আনতে কেন্দ্ৰীয় সরকার গুচ্ছ পরিকল্পনা গ্রহণ করেছে।

সর্বোপরি ৩৭১ ধারা সম্পর্কে উত্তর-পূৰ্বাঞ্চলবাসীর শঙ্কিত হওয়ার কোনও কারণ নেই বলে আশ্বস্ত করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। জিতেন্দ্র সিং বলেন, ৩৭০ এবং ৩৭১ ধারার মধ্যে কোনও মিল নেই। উত্তর-পূৰ্বাঞ্চলের জন্য পৃথক সংবিধানেরও ব্যবস্থা নেই, তাই এই অঞ্চলের জনতাকে বিচলিত বা শঙ্কিত হওযার কোনও অবকাশ নেই, বলেছেন তিনি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news