জেএনইউ ক্যাম্পাস চত্বরে হিংসার তীব্র নিন্দা করলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর
নয়াদিল্লি, ৬ জানুয়ারি (হি.স.): রবিবার ভরসন্ধ্যায় দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএইউ) ক্যাম্পাসে মুখোশধারীদের তাণ্ডব! হাতে মোটা লাঠি, লোহার রোড| প্রহৃত জেএনইউ-র ছাত্র-ছাত্রী থেকে শুরু করে শিক্ষক-শিক্ষিকারাও| জেএনইউ হিংসার প্রেক্ষিতে দেশ জুড়ে তোলপাড় শুরু হয়েছে| জেএনইউ ক্যাম্পাস চত্বরে হিংসার তীব্র নিন্দা করলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর| একইসঙ্গে কংগ্রেস, কমিউনিস্ট পার্টি এবং আম আদমি পার্টি (আপ)-কেও খোঁচা দিয়েছেন জাভড়েকর| জেএনইউ হিংসার নিন্দা করে কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর বলেছেন, ‘আমরা জেএনইউ হিংসার তীব্র জানাই| তদন্ত হওয়া দরকার| কংগ্রেস, কমিউনিস্ট, আম আদমি পার্টি এবং বেশ কিছু এলিমেন্ট দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে হিংসার পরিবেশ তৈরি করতে চাইছে|’
জেএনইউ হিংসার নিন্দা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিও| সোমবার স্মৃতি ইরানি বলেছেন, ‘তদন্ত শুরু হয়েছে, তাই এখনই কোনও মতামত দেওয়া উচিত নয়| তবে, বিশ্ববিদ্যালয় কখনই রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হওয়া উচিত নয়|’ জেএনইউ হিংসার প্রেক্ষিতে ধীরে ধীরে উত্তাল হয়ে উঠছে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়| উত্তর প্রদেশের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা| সোমবার সকালে হায়দরাবাদে, ওসমানিয়া বিশ্বিবিদ্যালয়ের প্রোগ্রেসিভ ডেমোক্রেটিক স্টুডেন্টস ইউনিয়ন (পিডিএসইউ) বিক্ষোভ প্রদর্শন করে| বিক্ষোভের ছড়িয়ে পড়েছে কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতেও|