পুলিশের উদ্যোগে গাড়ি ড্রাইভিং শিখিয়ে লাইন্সেস প্রদান ঝাড়গ্রামে

< 1 - মিনিট |

দুটি ফেজে প্রশিক্ষিত যুবকদের মধ্যে ৬৮ জনকে লারনার দেওয়া হয়েছে

কে আর সি টাইমস ডেস্ক

পুলিশের উদ্যোগে শুরু হয়েছিল গাড়ি ড্রাইভিং শেখানো। শনিবার ঝাড়্গ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে প্রশিক্ষিত বেকার যুবকদের দেওয়া ড্রাইভিং লাইন্সেস প্রদান করল পুলিশ। এদিন লালগড় থানাতে জেলা পুলিশের উদ্যোগে ড্রাইভিং লাইন্সেস প্রদান করেন। এদিন লাইন্সেস প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়্গ্রামের পুলিশ সুপার অমিত কুমার ভরত রাঠোর, অতিরিক্ত পুলিশ সুপার বিশ্বজিত মাহাত, অতিরি পুলিশ সুপার ( অপারেশন)  কে ভুষণ, লালগড়ের আই সি অরিন্দম ভট্টাচার্য সহ একাধিক পুলিশ আধিকারিকেরা।

উল্লেখ্য গত কয়েক মাস আগে ঝাড়্গ্রাম জেলা পুলিশের উদ্দ্যেগে জঙ্গলমহলে কর্মসংস্থানের জন্য বেকার যুবকদের ড্রাইভিং শেখানোর প্রক্রিয়া শুরু করেছিল জেলা পুলিশ। এদিন জেলা পুলিশের উদ্দ্যেগে প্রশিক্ষিত ড্রাইভারদের ড্রাইভিং লাইন্সেস প্রদান করা হয়। উল্লেখ্য এর আগেও পুলিশ জন সংযোগকে হাতিয়ার করে বেকার যুবক যুবতীদের চাকুরী পরিক্ষার প্রশিক্ষণ সহ একাধিক কর্মসুচী গ্রহন করেছিল পুলিশ। এবিষয়ে ঝাড়্গ্রামের পুলিশ সুপার অমিত কুমার ভরত রাঠোর বলনে, “দুটি ফেজে প্রশিক্ষিত যুবকদের মধ্যে ৬৮ জনকে লারনার দেওয়া হয়েছে। আগামী দিনে তাদের হাতে লাইন্সেস তুলে দেওয়া হবে।”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news