কচুয়ার লোকনাথ মন্দিরে ভিড়ের চাপে দেওয়াল ভেঙে মৃত্যু ৪ জন পুন্যার্থীর

< 1 - মিনিট |

পুন্যার্থীদের অভিযোগ, ভিড় সামলাতে প্রতিবছরই লকগেটের ব্যবস্থা করা হয়| কিন্তু, এ বছর লকগেটের ব্যবস্থা করা হয়নি

কে আর সি টাইমস ডেস্ক

ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উপলক্ষ্যে উত্তর ২৪ পরগণার কচুয়ার লোকনাথ মন্দিরে জল ঢালতে যান অসংখ্য পুন্যার্থী | জন্মাষ্টমী উপলক্ষ্যে বাবার মাথায় জল ঢালতে গিয়েই বিপত্তি | অত্যধিক ভিড়ের চাপে হুড়োহুড়িতে পুণ্যতীর্থের আসরে নেমে এসেছে বিষন্নতা। ভেঙে পড়ল লোকনাথ মন্দিরের পাশে একটি দেওয়াল | পদপিষ্ট হয়ে মৃত্যু ৪ জন পুন্যার্থীর | বৃহস্পতিবার রাত থেকেই লাইন পড়ে গিয়েছিল | শুক্রবার ভোররাতে ভিড় আরও বেড়ে যায় |

পুলিশ সূত্রের খবর অনুযায়ী অত্যধিক ভিড়ের চাপে শুক্রবার ভোরে লোকনাথ মন্দিরের পাশের একটি পাঁচিল ভেঙে পড়ে | পাঁচিল ভেঙে পড়ে আশেপাশের কয়েকটি দোকানের উপর | দেওয়াল চাপা পড়ে যান পুন্যার্থীরা শুরু হয়ে যায় হুড়োহুড়ি| পদপিষ্ট হন কমপক্ষে ২০ জন পুন্যার্থী | ৪ জনের সঙ্গে সঙ্গেই মৃত্যু ঘটে। বাকি ১৬ জনকে উদ্ধার করে প্রথমে বসিরহাট মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়| ১৬ জনের মধ্যে ৫ জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে|

পুন্যার্থীদের অভিযোগ, ভিড় সামলাতে প্রতিবছরই লকগেটের ব্যবস্থা করা হয়| কিন্তু, এ বছর লকগেটের ব্যবস্থা করা হয়নি| ফলে প্রচুর পুন্যার্থীর উপস্থিতিতে পরিস্থিতি হাতের নাগালের বাইরে চলে যায়| তাই এই বিপত্তি| মৃত ও আহত পুন্যার্থীদের নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি|

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news