ভারী যান চলাচল নিষিদ্ধ কালীঘাট ও চিংড়িঘাটা উড়ালপুলে

< 1 - মিনিট |

কেএমডিএ-র ব্রিজ মনিটরিং কমিটির সদস্যরা কালীঘাট ব্রিজ ও চিংড়িঘাটা উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষা করে জানায় এই দুই উড়ালপুলের স্তম্ভগুলি বিপজ্জনক অবস্থায় আছে

কে আর সি টাইমস ডেস্ক

কালীঘাট ব্রিজ ও চিংড়িঘাটা উরালপুলে ভারী যান চলাচল বন্ধ করার নির্দেশ দিল কেএমডিএ| উল্টোডাঙা উড়ালপুলের ফাটল নজরে আসতেই শহরের সব উড়ালপুল গুলির স্বাস্থ্য পরীক্ষা করতেই বেশকয়েকদিন হল উঠে পড়ে লেগেছে প্রশাসন| মোট ১৭টি উড়ালপুল ও ব্রিজের স্বাস্থ্য পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে কেএমডিএ।

 কেএমডিএ-র ব্রিজ মনিটরিং কমিটির সদস্যরা কালীঘাট ব্রিজ ও চিংড়িঘাটা উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষা করে জানায় এই দুই উড়ালপুলের স্তম্ভগুলি বিপজ্জনক অবস্থায় আছে| এরপরেই প্রশাসন তড়িঘড়ি সিদ্ধান্ত নেয় এই দুই সেতুর উপর দিয়ে আপাতত বন্ধ থাকবে ভারী যান চলাচল|

এখন পর্যন্ত মোট ৮টির স্বাস্থ্য পরীক্ষা হয়েছে। যার মধ্যে ৩টির রিপোর্ট হাতে এসেছে কেএমডিএ-এর। বঙ্কিম সেতু ও বাঘাযতীন উড়ালপুল ভাল অবস্থায় রয়েছে। বাকি সেতু ও উড়ালপুলগুলির স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট এখনও চূড়ান্ত নয়, এমনটাই খবর কেএমডিএ সূত্রে।

এছাড়াও আগস্ট মাসে ৭২ ঘন্টার জন্য বন্ধ রাখা হবে দক্ষিণ কলকাতার বিজন সেতু ও উত্তর কলকাতার অরবিন্দ সেতু । তবে ঠিক কবে থেকে এই সেতু দুটি বন্ধ থাকবে তা নিয়ে এখনও কোনও সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি । তবে সূত্রে খবর, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ কিংবা আগস্টের শেষদিকে এই সেতুগুলির স্বাস্থ্য পরীক্ষা করা হতে পারে| কেএমডিএ লালবাজারকে দেওয়া চিঠিতে জানিয়েছে, শহরের এই দুই সেতুর অবস্থা শোচনীয়৷ গর্ত তৈরি হয়েছে বিভিন্ন জায়গায় এখনই ব্যবস্থা না নিলে, বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে৷ সেই আশঙ্কা থেকেই পুজোর আগে অরবিন্দ সেতু ও বিজন সেতুর মেরামতির কাজ সম্পন্ন করতে চাইছেন কেএমডিএ-র বিশেষজ্ঞদের দল৷ এজন্য লালবাজারের কাছে আগস্টের শেষে বা সেপ্টেম্বরের শুরুতে তিনদিন এই দুই সেতু বন্ধের আবেদনও করেছেন তাঁরা৷

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news