জেনেভায় রাষ্ট্রসঙ্ঘের ৪২তম মানবাধিকার কাউন্সিলের বৈঠকে ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন, ‘ভারতের উচিত আন্তর্জাতিক সংগঠন, স্বেচ্ছাসেবী সংস্থা, নাগরিক সমাজের প্রতিনিধিদের ভারতীয় রাজ্য জম্মু ও কাশ্মীরে ঢুকতে দেওয়া’
জম্মু ও কাশ্মীর যে ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ অবশেষে জেনেভায় দাঁড়িয়ে তা নিজ মুখে স্বীকার করে নিল পাকিস্তান।
মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মহম্মদ কুরেশি নিজের মুখে জম্মু ও কাশ্মীরকে ভারতের রাজ্য হিসেবে অভিহিত করেছেন। জেনেভায় রাষ্ট্রসঙ্ঘের ৪২তম মানবাধিকার কাউন্সিলের বৈঠকে ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন, ‘ভারতের উচিত আন্তর্জাতিক সংগঠন, স্বেচ্ছাসেবী সংস্থা, নাগরিক সমাজের প্রতিনিধিদের ভারতীয় রাজ্য জম্মু ও কাশ্মীরে ঢুকতে দেওয়া।’ পরে কাউন্সিলের বৈঠকে কাশ্মীর নিয়ে যৌথ কমিটি গড়ারও দাবি তোলেন তিনি। জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা অবলুপ্তি করে বিশেষ মর্যাদা ছিনিয়ে নেওয়ার বিরুদ্ধেও সরব হন তিনি। কাশ্মীর নিয়ে সিদ্ধান্তের বিরোধিতা করতে চিন ও পাকিস্তান যৌথ ভাবে রাষ্ট্রসংঘের দ্বারস্থ হয়৷ কেননা কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে দেওয়ার পর রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের হস্তক্ষেপ চাইছে পাকিস্তান ৷
কূটনৈতিক মহলের মতে কাশ্মীর ইস্যুতে বড় জয় ভারতের। কারণ কাশ্মীর যে ভারতেরই অবিচ্ছেদ্য অংশ ৭২ বছর পর স্বীকার করে নিল পাকিস্তান। কাশ্মীর ইস্যুতে রাষ্ট্রসংঘের অধিবেশনে আজ সকাল থেকেই ভারতকে কোণঠাসা করার চেষ্টা করছে পাকিস্তান ও তাঁর বন্ধু চিন। কিন্তু, ভারতকে বিপাকে ফেলতে গিয়ে উলটে নিজেরাই বিপাকে পড়ে গিয়েছে। পাকিস্তানের বিদেশমন্ত্রী স্বীকার করে নিয়েছেন, কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। অন্যদিকে চিনের বিদেশমন্ত্রী ওয়াং ইয়ের পাকিস্তান সফরে জারি করা এক যৌথ বিবৃতিতে জম্মু ও কাশ্মীরের উল্লেখের বিরোধিতা করেছে ভারত।