ধীরে ধীরে ছন্দে ফিরছে কাশ্মীর উপত্যকা

< 1 - মিনিট |

কাশ্মীরে ১৫ অগস্টের পরে ১৪৪ ধারা উঠতে পারে

কে আর সি টাইমস ডেস্ক

কাশ্মীরে কোনো সমস্যা ছাড়াই শান্তিতে মিটেছে এবারের ইদ| এখন অপেক্ষা শুধু স্বাধীনতা দিবস শান্তি পূর্ণ ভাবে মেটার| কাশ্মীরের স্বাভাবিক অবস্থা ফেরাতে কেন্দ্রীয় সরকারকে সময় দিতে বলেছেন ভারতের সুপ্রিম কোর্ট| | কাশ্মীরের ১৪৪ ধারা তুলে নিতে ও জম্মু-কাশ্মীরের রাজনৈতিক নেতাদের মুক্তি দিতে সুপ্রিম কোর্টে আবেদন করেন একজন সমাজকর্মী। জম্মু-কাশ্মীরে বিশেষ মর্যাদা খারিজের ঘোষণার দিন থেকেই উত্তেজনা বিরাজ করে ওই অঞ্চলে। কাশ্মীরে ১৪৪ ধারা জারি করা হয়। মোবাইল ও ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। এই কয়েক দিনের মধ্যে কাশ্মীরে যে একটিও প্রাণহানি হয়নি, সে কথাও মনে করিয়ে দিয়েছেন সুপ্রিম কোর্ট। স্বাধীনতা দিবসের একদিন আগেই জম্মু ও কাশ্মীরের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল অফ পুলিশ (এডিজিপি, আইন-শৃঙ্খলা) মুনীর খান জানিয়েছেন, ‘কাশ্মীরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে| শ্রীনগর এবং অন্যান্য জেলায় বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটেছে, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়েছে|’

প্রাক্তন পাক অধিনায়ক শাহিদ আফ্রিদির পর , এবার একটি সাংবাদিক সম্মেলনে সরফরাজ আহমেদ বলেন, “আমি সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা করছি, তিনি যেন এই কঠিন পরিস্থিতিতে কাশ্মীরি ভাইদের শক্তি জোগান। আমরাও একই ভাবে দুঃখ-কষ্ট পেয়েছি। গোটা পাকিস্তান তাঁদের পাশে রয়েছে।”

এডিজিপি জানিয়েছেন, জম্মু থেকে বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে| তবে, কাশ্মীর উপত্যকায় এখনও বিধিনিষেধ জারি রয়েছে| স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রের খবর, চলতি মাসের মধ্যেই কাশ্মীর উপত্যকায় স্বাভাবিক অবস্থা ফেরাতে চাইছে কেন্দ্রীয় সরকার| দ্রুত কারফিউ তুলে নিতেও চাইছে সরকার| স্বাধীনতা দিবসের আগের দিন কাশ্মীর উপত্যকার পরিস্থিতি ছিল অপেক্ষাকৃত শান্ত| বিভিন্ন জায়গায় চলছে স্বাধীনতা দিবসের প্রস্তুতি

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news