আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে নিন্দায় সরব হলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা গিরিরাজ সিং। কেজরিওয়াল তোষণের রাজনীতি করছে
আর কয়েকদিন পরেই দিল্লিতে বিধানসভা নির্বাচন। রাজনৈতিক প্রচারের পাশাপাশি জমে উঠেছে বাকযুদ্ধ। মঙ্গলবার দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে নিন্দায় সরব হলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা গিরিরাজ সিং। কেজরিওয়াল তোষণের রাজনীতি করছে। সেই কারণ মন্দিরের পুজারিদের বাদ দিয়ে ইমামদের জন্য টাকা খরচ করে চলেছেন বলে অভিযোগ গিরিরাজের।
মঙ্গলবার অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে তীব্র রাজনৈতিক আক্রমণ শানিয়ে গিরিরাজ সিং বলেন, ২০১৫ সালে কেজরিওয়াল আন্না-আন্না এবং বিকাশ-বিকাশ বলে চিৎকার করত। এখন তিনি জিন্না-জিন্না বলছেন। তাঁর তোষণের জেদে দিল্লির মসজিদগুলির ইমামরা ১৮ হাজার টাকা করে পাচ্ছে। তাঁদের সহায়করা পাচ্ছে ১৬ হাজার। কিন্তু মন্দিরের পূজারীদের জন্য চিন্তিত নন তিনি। কারণ তাঁরা কেজরিওয়ালের ভোটব্যাঙ্ক নয়। কংগ্রেসের ওয়ানাডের সাংসদ রাহুল গান্ধীকে কটাক্ষ করে গিরিরাজ সিং জানিয়েছেন, সাহস থাকলে ২০১০ থেকে ২০১৪-র মধ্যে দেশজুড়ে কর্মসংস্থানের পরিসংখ্যান তুলে ধরুক রাহুল গান্ধী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে কর্মসংস্থানের পরিসংখ্যান তুলে ধরতে প্রস্তুত বিজেপি। কর্মসংস্থানের মানেটা আদতে রাহুল গান্ধী বোঝেন না। সরকারি চাকরি পাওয়ার অর্থ মানে কর্মসংস্থান নয়। শাহিনবাগকে খিলাফত আন্দোলন হিসেবে আখ্যা দিয়ে গিরিরাজ সিং বলেন, ইয়াকুব মেনন, আফজাল গুরুর নামে জয়ধ্বনি ভেসে আসছে শাহিনবাগ থেকে।