পিঙ্ক বলের টেস্টকে কেন্দ্র করে গোলাপি মিষ্টি তৈরি কলকাতায়

< 1 - মিনিট |

গোলাপি আবেগে ভাসছে টালা থেকে টালিগঞ্জ, বারুইপুর থেকে বাগুইআটি।

কে আর সি টাইমস ডেস্ক

 ক্রিকেট জ্বরে কাঁপছে মহানগরী। গোলাপি আবেগে ভাসছে টালা থেকে টালিগঞ্জ, বারুইপুর থেকে বাগুইআটি। পিঙ্ক বল অভিষেক টেস্টের আগে শহরের সব প্রান্তে লেগেছে গোলাপি ছোঁয়া।ক্রিকেট যদি আবেগ হয়, তাহলে শহরবাসীর আর এক আবেগ মিষ্টি। আর সেই মিষ্টির রংও এখন গোলাপি। 

গোলাপি বলের খেলা শুরু হওয়ার আগেই  বিখ্যাত মিষ্টি প্রস্তুতকারক সংস্থা বানিয়ে ফেলেছে গোলাপি রঙের মিষ্টি। নাম দিয়েছে গোলাপি পিঙ্ক বল বনবন সন্দেশ। যা দেখে আপ্লুত বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।  সেই মিষ্টির ছবি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করেছেন মহারাজ। ক্যাপশনে লিখেছেন, “সুইটস গো পিঙ্ক ইন কলকাতা।” পাশাপাশি প্রস্তুতকারক সংস্থার প্রশংসাও করেছেন দরাজ গলায়। লিখেছেন, ‘ওয়েল ডান ফেলু’। শুধু মিষ্টি নয়, ভারত-বাংলাদেশ দিনরাতের টেস্টের আগে কলকাতার গোলাপি শহর হয়ে ওঠার নানা ছবিও এর আগে টুইটার হ্যান্ডেলে শেয়ার করেছিলেন বিসিসিআই সভাপতি। সেখানে লেখেন, “গোলাপি টেস্টের আগে গোটা শহরই এখন গোলাপি।” এমনকি এই শহরের উন্মাদনাকে তুলে ধরতে একটি পোস্ট করেন তিনি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news