ময়দান মেট্রো স্টেশনের ডাউন লাইনে একজন যাত্রীর আত্মহত্যার চেষ্টাকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে ব্যহত হল কলকাতার ‘লাইফ লাইন’ মেট্রো পরিষেবা।
কর্মব্যস্ত দিনের শুরুতেই কলকাতায় মেট্রোয় আত্মহত্যার চেষ্টা। ময়দান মেট্রো স্টেশনের ডাউন লাইনে একজন যাত্রীর আত্মহত্যার চেষ্টাকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে ব্যহত হল কলকাতার ‘লাইফ লাইন’ মেট্রো পরিষেবা। সকালের ব্যস্ত সময়ে দীর্ঘক্ষণ মেট্রো পরিষেবা ব্যহত হওয়ায়, নাজেহাল হতে হয় যাত্রীদের। তবে, সেন্ট্রাল থেকে দমদম/নোয়াপাড়া এবং মহানায়ক উত্তম কুমার স্টেশন থেকে কবি সুভাষ পর্যন্ত আপ ও ডাউন লাইনে মেট্রো পরিষেবা স্বাভাবিক ছিল| দীর্ঘ সময় পর পুনরায় স্বাভাবিক হয় মেট্রো পরিষেবা। মেট্রো রেল সূত্রের খবর, বৃহস্পতিবার সকাল ১০.৪২ মিনিট নাগাদ ময়দান মেট্রো স্টেশনের ডাউন লাইনে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দেন একজন যাত্রী। পরিস্থিতি দ্রুত সামাল দেয় মেট্রো কর্তৃপক্ষ। মেট্রোর তৃতীয় লাইনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পর ওই যাত্রীকে উদ্ধার করা হয়। এখনও পর্যন্ত ওই যাত্রীর কোনও পরিচয় জানা যায়নি। সকালের ব্যস্ত সময়ে বেশ কিছু সময়ের জন্য কলকাতার লাইফ লাইন মেট্রো পরিষেবা বন্ধ থাকায় চূড়ান্ত হয়রানির শিকার হতে হয়েছে অফিস যাত্রী থেকে শুরু করে স্কুল-কলেজের পড়ুয়াদের।