রাতের শহরে ‘ব্লক রেইড’-এ আটক ২৩০৪, ফেসবুকে পোস্ট কলকাতা পুলিশের

< 1 - মিনিট |

রাতের শহরে উচ্ছৃঙ্খল আচরণের প্রতিরোধে, ট্র্যাফিকের বিধিভঙ্গের প্রতিরোধে সারা শহর জুড়ে চলে বিশেষ ‘ব্লক রেইড’ কলকাতা পুলিশের নৈশ-অভিযান

কে আর সি টাইমস ডেস্ক

রাতের শহরকে নিরাপদ করতে সারা শহর জুড়ে অভিযান চালায় কলকাতা পুলিশ । শনিবার সারা রাত জুড়ে চলে এই ‘ব্লক রেইড’ । এই অভিযানে বিভিন্ন ট্রাফিক আইন ভঙ্গের দায়ে মোট ২৩০৪ জনকে আটক করে পুলিশ । সোমবার কলকাতা পুলিশের ফেসবুক পেজে ছবি সহ পোস্ট করে এমনটাই জানায় পুলিশ ।

শনিবার রাতে বিনা হেলমেটে বাইক চালানো এবং বেপরোয়াভাবে ও মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর মতো ট্রাফিক আইন ভাঙার দায়ে মোট ৮৭৬ জনকে আটক করে কলকাতা পুলিশ । এছাড়াও আরও ১৯৭ জনকে ওই একই কারণে আটকে করে কলকাতা পুলিশের ট্রাফিক ডিপার্টমেন্ট । মোট ১০৭৩ জনকে বিভিন্ন ট্রাফিক আইনে অভিযুক্ত করা হয় । অন্যদিকে, বিশৃঙ্খল আচরণের দায়ে মোট ১২৩১ জনকে গ্রেফতার করে থানা এবং ডিটেক্টিভ ডিপার্টমেন্ট ।

রাতের শহরে উচ্ছৃঙ্খল আচরণের প্রতিরোধে, ট্র্যাফিকের বিধিভঙ্গের প্রতিরোধে সারা শহর জুড়ে চলে বিশেষ ‘ব্লক রেইড’ কলকাতা পুলিশের নৈশ-অভিযান । প্রত্যেক মোড়ে মোড়ে এই তল্লাশি ও নজরদারি চলে পদস্থ আধিকারিকদের সক্রিয় উপস্থিতিতে । এই অভিযানে সর্বাত্মক অংশ নিয়েছিল সমস্ত ডিভিশন, ট্র্যাফিক বিভাগ এবং গোয়েন্দা বিভাগ ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news