৫টি গাড়ি দেওয়া হবে ট্রাফিক বিভাগকে ৷ কয়েকজন ডিভিশনাল ডিসিকেও দেওয়া হবে এই অত্যাধুনিক গাড়ি ৷ এরপর ধীরে ধীরে প্রতিটি থানাকেও এই টিইউভি গাড়ি দেওয়া হবে
অপরাধ দমনে সাহায্য পাওয়ার জন্য ৭২টি অত্যাধুনিক নতুন গাড়ি কিনল কলকাতা পুলিশ৷ কয়েক কোটি টাকার বিনিময়ে ৭২টি টিইউভি গাড়ি কিনল কলকাতা পুলিশ ৷ আগামীকাল বৃহস্পতিবার যার মধ্যে ৫৬টি গাড়ির উদ্বোধন হতে চলেছে৷ উদ্বোধন করবেন কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা ৷ এরপর ধীরে ধীরে বাকি গাড়িগুলোও চলে আসবে কলকাতা পুলিশের কাছে ৷
কলকাতা পুলিশের এক কর্তা বুধবার জানান, প্রথম ধাপে যে ৫৬টি গাড়ির উদ্বোধন হবে, তারমধ্যে কয়েকটি তুলে দেওয়া হবে হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড ও রেডিও ফ্লাইং স্কোয়াডের হাতে ৷ এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছনোর সময় আরও কমাতেই, আগে এই দুটি বিভাগের হাতে গাড়িগুলো তুলে দেওয়া হবে ৷ এছাড়া ৫টি গাড়ি দেওয়া হবে ট্রাফিক বিভাগকে ৷ কয়েকজন ডিভিশনাল ডিসিকেও দেওয়া হবে এই অত্যাধুনিক গাড়ি ৷ এরপর ধীরে ধীরে প্রতিটি থানাকেও এই টিইউভি গাড়ি দেওয়া হবে ৷ কলকাতা পুলিশের অন্তর্গত ৭১টি থানা ও মহিলা থানা গুলোকে আধুনিকীকরণের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷
ন’সিটের একটি টিইউভি গাড়ির দাম আনুমানিক ৯.৪৭ লক্ষ টাকা । গাড়িতে রয়েছে ‘২.২ লিটার এমএইচএডব্লুকে ডি ১২০’ প্রযুক্তির ইঞ্জিন ৷ যা গাড়িটির গ্রহণযোগ্যতা অনেকটা বাড়িয়েছে বলে মত এটির নির্মাতা সংস্থার । এছাড়াও গাড়িটির অন্দরসজ্জাতে রয়েছে একগুচ্ছ নতুনত্ব । পাঁচটি রংয়ে পাওয়া যাবে এই গাড়ি ৷ ২০১৫-র সেপ্টেম্বর মাসে বাজারে এসেছিল টিইউভি ৩০০ মডেলটি । যার বিক্রি এখন ৮০ হাজার ছাড়িয়েছে । এবার আরও একটি অত্যাধুনিক মডেল নিয়ে এসেছে নির্মাতা সংস্থাটি৷