এর আগেও উত্তর কলকাতার হাতিবাগান অঞ্চলে একটি বাড়ি থেকে বাঘের চামড়া উদ্ধার হয়। সে সময়ও বেশ কয়েকজনকে বন্য প্রাণীর চামড়া চোরা চালানের দায়ে গ্রেফতার করা হয়।
উত্তর কলকাতার পর এবার পূর্ব কলকাতা থেকে উদ্ধার হল বাঘের চামড়া। গ্রেফতার হয় তিনজন। বৃহস্পতিবার ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো (পূর্বাঞ্চল) ও ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ইউনিটের যৌথ অভিযানে একটি পূর্ণ বয়স্ক রয়্যাল বেঙ্গল টাইগারের চামড়া উদ্ধার হয় আনন্দপুরের একটি হোটেল থেকে। ওই হোটেল থেকেই বন্য প্রাণীর চামড়া পাচারের দায়ে গ্রেফতার হয় তিনজন। ধৃতরা হল, অনিন্দ্য মুখোপাধ্যায় (৫২), তারক হালদার (৫৭) ইব্রাহিম মণ্ডল (৪২)। ওই বাঘ ছাল বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছিল শহরে। তবে উদ্দেশ্য সফল হবার আগেই তা ভেস্তে যায়। গ্রেফতার হওয়া প্রত্যেকের ভূমিকা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট তদন্তকারীরা। উল্লেখ্য, এর আগেও উত্তর কলকাতার হাতিবাগান অঞ্চলে একটি বাড়ি থেকে বাঘের চামড়া উদ্ধার হয়। সে সময়ও বেশ কয়েকজনকে বন্য প্রাণীর চামড়া চোরা চালানের দায়ে গ্রেফতার করা হয়।