এই বছর গ্রহণ হওয়ার কথা মোট ৫টি। বছরের প্রথম গ্রহণটি হয়েছিল ৬ জানুয়ারি। তা ছিল আংশিক সূর্যগ্রহণ। যা ভারতে দেখা যায়নি। তার পর পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হয়েছিল ২১ জানুয়ারি। সেটিও ভারতে দেখা যায়নি। তার পরেরটি ছিল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। দেখা যায়নি ভারতে। চিলি, আর্জেন্টিনা-সহ দক্ষিণ আমেরিকার একটি বিস্তীর্ণ এলাকায় দেখা গিয়েছিল সেই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ
বছরের প্রথম ও শেষ আংশিক চন্দ্রগ্রহণ। আর সেই আংশিক চন্দ্রগ্রহণের সাক্ষী থাকল কলকাতা, দিল্লি-সহ ভারতের প্রায় প্রতিটি রাজ্যেই। শুরু থেকে শেষ পর্যন্ত। মঙ্গলবার মাঝরাতের একটু পরেই, রাত ১.৩১ মিনিট থেকে চাঁদ আংশিক ভাবে ঢাকা পড়ে পৃথিবীর ছায়ায়। শুরু থেকে শেষ পর্যন্ত আংশিক চন্দ্রগ্রহণের সাক্ষী থাকে কলকাতা, দিল্লি, পাটনা, ভূবনেশ্বর, মুম্বই, লখনউ ও কানপুর। কোথাও কোথাও আবার আকাশ মেঘলা থাকায় স্পষ্টভাবে চন্দ্রগ্রহণ দেখা যায়নি। তবে, আংশিক চন্দ্রগ্রহণের শেষটা শুধু দেখতে পারেননি অরুণাচল প্রদেশের উত্তর-পূর্বহ প্রান্তের মানুষ। আংশিক চন্দ্রগ্রহণের জন্য বন্ধ রাখা হয়েছিল উত্তরাখণ্ডের বদ্রীনাথ মন্দির এবং অন্ধ্রপ্রদেশের তিরুমালা তিরুপতি বালাজি মন্দির। আংশিক চন্দ্রগ্রহণ শেষে বুধবার ভোর থেকেই খুলে দেওয়া হয়েছে বদ্রীনাথ মন্দির এবং তিরুমালা তিরুপতি বালাজি মন্দিরের দরজা। এবার আংশিক চন্দ্রগ্রহণ ভারতের সর্বত্র তো বটেই দেখা গিয়েছে আফ্রিকা, অস্ট্রেলিয়া, উত্তর-পূর্ব অংশটি বাদ দিয়ে গোটা এশিয়া, স্ক্যান্ডিনেভিয়ার উত্তর দিকটিকে বাদ দিয়ে গোটা ইউরোপ এবং দক্ষিণ আমেরিকার বেশির ভাগ অংশেই। এই বছর গ্রহণ হওয়ার কথা মোট ৫টি। বছরের প্রথম গ্রহণটি হয়েছিল ৬ জানুয়ারি। তা ছিল আংশিক সূর্যগ্রহণ। যা ভারতে দেখা যায়নি। তার পর পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হয়েছিল ২১ জানুয়ারি। সেটিও ভারতে দেখা যায়নি। তার পরেরটি ছিল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। দেখা যায়নি ভারতে। চিলি, আর্জেন্টিনা-সহ দক্ষিণ আমেরিকার একটি বিস্তীর্ণ এলাকায় দেখা গিয়েছিল সেই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। মঙ্গলবার গভীররাতে বছরের প্রথম ও শেষ আংশিক চন্দ্রগ্রহণের সাক্ষী থাকল ভারত। এই বছরে হাতে পড়ে রয়েছে আর একটি গ্রহণ। সূর্যের বলয় গ্রাস। যা হবে আগামী ২৬ ডিসেম্বর। সেটিও ভারতে দেখা যাবে।