সমাজকে কিছু দিতে পারলেই জীবনে পরিপূর্ণতা আসে : ত্রিপুরার উপমুখ্যমন্ত্রী

2 - মিনিট |

কনিষ্ক ফাউন্ডেশনের উদ্যোগে অনাথ আশ্রমের উদ্বোধন করে এ-কথা বলেন ত্রিপুরার উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা

কে আর সি টাইমস ডেস্ক

সমাজকে কিছু দিতে পারলেই জীবনে পরিপূর্ণতা আসে। কনিষ্ক ফাউন্ডেশনের উদ্যোগে অনাথ আশ্রমের উদ্বোধন করে এ-কথা বলেন ত্রিপুরার উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা। তাঁর কথায়, অনাথ ছেলে-মেয়েদের মা-বাবা না থাকতে পারে কিন্তু সমাজ আছে৷

প্রসঙ্গত, প্রনবানন্দ বিদ্যামন্দিরের মহারাজদের, ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের বেদ মন্ত্র  উচ্চারন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ সন্ধ্যায় আগরতলার রেলস্টেশন সংলগ্ন ভারত সেবাশ্রম সঙ্ঘে উদ্বোধন হল কনিষ্ক অনাথ আশ্রমের৷ উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা প্রদীপ জ্বালিয়ে ও অনাথ আশ্রমের ফিতা কেটে এর উদ্বোধন করেন৷ ভারত সেবাশ্রম সঙ্ঘের পরিচালনায় এবং আমেরিকার নিউ জার্সিস্থিত কনিষ্ক ফাউণ্ডেশনের উদ্যোগে এই অনাথ আশ্রমের উদ্বোধন করা হয়৷ উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক মিমি মজুমদার, ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান টিংকু রায়, ভারত সেবাশ্রম সঙ্ঘের আগরতলা শাখার কার্যকরী সভাপতি শ্রীমৎ স্বামী পূন্যাত্মানন্দজী মহারাজ, সঙ্ঘের সম্পাদক অচলানন্দজী মহারাজ, কনিষ্ক ফাউণ্ডেশনের চেয়ারম্যান ডা. প্রদীপ পাল, ফাউণ্ডেশনের আগরতলার প্রতিনিধি অজিত কুমার পাল প্রমুখ৷

অনাথ আশ্রমের উদ্বোধন করে উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা বলেন, ভাল কাজের মধ্য দিয়েই মানুষের স্মৃতি সমাজে উজ্জ্বল থাকে৷ মানুষ অমর হয় মহৎ কাজের মধ্য দিয়ে ৷ আজ কনিষ্ক ফাউণ্ডেশন কর্তৃপক্ষ আগরতলায় যে কাজের সূচনা করলেন তা স্মরণীয় হয়ে থাকবে আমাদের মধ্যে ৷ যে সমস্ত ছেলে-মেয়েদের মা-বাবা নেই এবং অসহায় তারা এখানে বড় হয়ে উঠার সমস্ত রকম সুুযোগ পাবে৷ উপমুখ্যমন্ত্রী বলেন, অনাথ ছেলে-মেয়েদের মা-বাবা না থাকতে পারে কিন্তু সমাজ আছে ৷ এই মানবিক দৃষ্টান্ত রাখলেন কনিষ্ক ফাউণ্ডেশন ৷ উপমুখ্যমন্ত্রী আরও বলেন, জীবনের মূল্য উদ্দেশ্য হচ্ছে পরিপূর্ণতা লাভ করা ৷ সমাজকে কিছু দিতে পারলেই জীবনে পরিপূর্ণতা আসে ৷ তিনি বলেন, আমাদের দেশে দীর্ঘ সময় মোঘল এবং ইংরেজরা রাজত্ব করলেও ভারতীয় ঐতিহ্যের পরম্পরা এখনও বহমান ৷ আজ এখানে যে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হল সেটা তারই নির্দশন ৷ অনুষ্ঠানে বিধায়ক মিমি মজুমদার বলেন, ভারতীয় সংস্কৃতির ঐতিহ্য ধরে রাখতে ভারত সেবাশ্রম সঙ্ঘ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে ৷ ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান টিংকু রায় বলেন, সমাজের জন্য কিছু করার মানসিকতা যখন হারিয়ে যাচ্ছে তখন কনিষ্ক ফাউণ্ডেশন এক বিরল নজির স্থাপন করলো ৷ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কনিষ্ক ফাউণ্ডেশনের চেয়ারম্যান ডা. প্রদীপ পাল বলেন, এই অনাথ আশ্রমের পাশাপাশি এখানে ক্যান্সার প্রিভেনশন সেন্টার গড়ে তোলার উদ্যোগ নেবে ফাউণ্ডেশন ৷ ফাউণ্ডেশনের আগরতলার প্রতিনিধি অজিত কুমার পাল ফাউণ্ডেশনের বিস্তারিত কর্মসূচি তুলে ধরেন ৷ অনুষ্ঠানে আশির্বাণী দেন শ্রীমৎ স্বামী পূন্যাত্মানন্দজী মহারাজ৷ স্বাগত বক্তব্য রাখেন নারায়ণ মহারাজ৷ ধন্যবাদসূচক বক্তব্য রাখেন সঙ্ঘের সম্পাদক অচলানন্দ মহারাজ৷

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news