আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতি জনপ্রিয় করার দাবি লোকসভার স্পিকার ওম বিড়লার

< 1 - মিনিট |

ভারতীয় সংস্কৃতির জন্য সবচেয়ে উপযুক্ত চিকিৎসা পদ্ধতি হল আয়ুর্বেদ

কে আর সি টাইমস ডেস্ক

আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতি জনপ্রিয় করার দাবি জানালেন লোকসভার স্পিকার ওম বিড়লা। শুক্রবার জয়পুরের জাতীয় আয়ুর্বেদ  ইনস্টিটিউটে চতুর্থ জাতীয় আয়ুর্বেদ অনুষ্ঠানে একথা বলেন তিনি।

এদিন তিনি বলেন,  ভারতীয় সংস্কৃতির জন্য সবচেয়ে উপযুক্ত চিকিৎসা পদ্ধতি হল  আয়ুর্বেদ। বহু বছরের পুরানো এই পদ্ধতিটি জনপ্রিয় করার জন্য সমাজে সচেতনতা আনা দরকার। এদিন তিনি জানান, এই বছর আয়ুর্বেদ দিবসের প্রতিপাদ্য ‘আয়ুর্বেদ থেকে দীর্ঘায়ু’ বিশ্বজুড়ে প্রতিষ্ঠিত হওয়া দরকার। এই কার্যক্রমে ভারত মুখ্য ভূমিকা নিতে পারে। তিনি বলেন, দেশে ও বিদেশে এটি জনপ্রিয় করার জন্য আয়ুর্বেদ শিক্ষা, আধুনিক প্রযুক্তি ও গবেষণা কাজের প্রচারের প্রয়োজন রয়েছে। তিনি পরামর্শ দিয়েছিলেন যে জেলা পর্যায়ে আয়ুর্বেদ চিকিত্সার সুবিধা পাওয়া উচিত। এদিনের আনুষ্ঠানে দেশের তিনজন বিশিষ্ট আয়ুর্বেদ বিশেষজ্ঞকে ধন্বন্তরি পুরষ্কারে সম্মানিত হয়। এরা হলেন বৈদ্য পিবিএ ভেঙ্কাচার্য্য, বৈদ্য এসআই নাগরাল এবং  রাম হর্ষ সিং। পুরস্কার হিসাবে প্রত্যেককে পাঁচ লাখ টাকা নগদ ও মানপত্র প্রদান করা হয়। এই উপলক্ষে, এনআইএ জার্নাল অফ ড্রাগ রিসার্চটি আয়ুর্বেদ থেকে দীর্ঘায়ু সম্পর্কিত একটি পুস্তিকা সহ ডিজিটালভাবে প্রকাশ করা হয়েছিল।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news