৯,৭৯৫ ফুট উঁচুতে অবস্থিত কালীমন্দিরের দর্শনে প্রতিবছরই শ্রাবণ মাসে ভিড় করেন পূন্যার্থীরা
একদিন আগেই বন্ধ করা হয়েছিল অমরনাথ যাত্রা। এবার জঙ্গি হামলার আশঙ্কায় কোপ পড়ল মাচিল যাত্রাতেও। সরকারি বিবৃতির মাধ্যমে জানানো হয়েছে, জঙ্গি হামলা ও তীর্থ যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া মাচিল যাত্রা। উপত্যকার অত্যন্ত দুর্গম স্থানে অবস্থিত হিন্দুদের পবিত্র তীর্থস্থান মাচিলে। এখানকার ৯,৭৯৫ ফুট উঁচুতে অবস্থিত কালীমন্দিরের দর্শনে প্রতিবছরই এই শ্রাবণ মাসে ভিড় করেন পূন্যার্থীরা। ৫ সেপ্টেম্বর পর্যন্ত চলে এই যাত্রা।
অমরনাথ যাত্রার সঙ্গেই শুরু হয় মাচিল মাতার যাত্রা। কাশ্মীরের কিস্তোয়ারের পদর এলাকায় মাচিল যাত্রাতেও রয়েছে জঙ্গি হামলার আশঙ্কা এমনই জানিয়েছেন জম্মু ও কাশ্মীরের রাজ্যপালের দফতর। কিস্তোয়ারের পাহাড়ি এলাকা দিয়ে গিয়েছে সেই পূন্যস্থানের দুর্গম পথ। প্রতিবছরই হাজার হাজার পূন্যার্থী সেখানে যান। এবারও শ্রাবণের শুরু থেকেই ভক্তরা জমায়েত হচ্ছিলেন। কিন্তু জঙ্গি হামলার আশঙ্কা তৈরি হওয়ায় স্থগিত করা হয়েছে সেই যাত্রা। কিস্তয়ারের ডেপুটি কমিশনার অঙ্গরেজ সিং রানা ও তাঁর অধঃস্তন আধিকারিকরা জানিয়েছেন, গতকাল (বৃহস্পতিবার) রাতেই তাঁরা রাজ্যপালের দফতর থেকে চিঠি পেয়েছেন, সেই মতো পদক্ষেপও নেওযা হচ্ছে। সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে এই পূন্যযাত্রা। তীর্থযাত্রীদের যতটা দ্রুত সম্ভব নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। রাজ্যপালের দফতর থেকে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই যাত্রা স্থগিত থাকবে বলে জানানো হয়েছে। পাশাপাশি স্থগিত রাখা হয়েছে কিস্তয়ারা থেকে সমাচির পর্যন্ত চপার যাত্রাও।