মহরমের মধ্যেই গণেশ পুজো, শহরে জোর নিরাপত্তা

< 1 - মিনিট |

গণেশ চতুর্থীর দিন থেকেই শুরু হচ্ছে মহরম, যা চলবে প্রায় ১০ দিন । এই সময় শহরে যাতে নিরাপত্তা বজায় থাকে তার জন্য বিশেষ পরিকল্পনা নিল কলকাতা পুলিশ

কে আর সি টাইমস ডেস্ক

মহরমের মধ্যেই গনেশ পুজো, তাই শহরে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিতে চলেছে কলকাতা পুলিশ । আগামী সপ্তাহে গণেশ পুজো । আবার গণেশ চতুর্থীর দিন থেকেই শুরু হচ্ছে মহরম, যা চলবে প্রায় ১০ দিন । এই সময় শহরে যাতে নিরাপত্তা বজায় থাকে তার জন্য বিশেষ পরিকল্পনা নিল কলকাতা পুলিশ ।


গতকাল বডিগার্ড লাইনে সমস্ত ওসি, অ্যাসিস্ট্যান্ট কমিশনার এবং ডিভিশনাল কমিশনরদের নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক হয় । সেখানে ছিলেন লালবাজারের শীর্ষ কর্তারাও । শেষ কয়েক বছরে দুর্গাপুজোর সময়েই ছিল মহরম । তা নিয়ে প্রশাসনের চিন্তার শেষ ছিল না । আশঙ্কার জেরে দু-একবার বার পিছিয়েও দেওয়া হয়ছিল দুর্গাপুজোর নিরঞ্জন । ইদানিং গণেশ পুজোর চল বেড়েছে শহরে । নানা প্রান্তে ছোট বড় মিলিয়ে প্রায় ৫০০টি গণেশ পুজো হয়।

লালবাজারের তরফে ওই সময়টায় ওয়াচ সেকশনকে সক্রিয় থাকতে বলা হয়েছে । এ ছাড়াও কাজ করবে অতিরিক্ত হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড, কুইক রেসপন্স টিম । সাদা পোশাকে শহরজুড়ে নজরদারি চলবে । অতিরিক্ত তৎপর থাকবে কন্ট্রোলরুম । স্পর্শকাতর এলাকাগুলিতে রাখা হবে অতিরিক্ত পুলিশ পোস্টিং । দরকারে বেশ কিছু রাস্তা বন্ধ রাখা হতে পারে বলেও পুলিশ সূত্রে খবর ৷

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news