মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন দেবেন্দ্র ফড়ণবিশ। মঙ্গলবারই মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন এনসিপি-র অজিত পওয়ার
একের পর এক মহা-নাটকের সাক্ষী থাকছে মারাঠা-ভূমি। এবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন দেবেন্দ্র ফড়ণবিশ। মঙ্গলবারই মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন এনসিপি-র অজিত পওয়ার। গত শনিবার সকালে চুপিসারে রাজভবনে গিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ও উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন বিজেপির দেবেন্দ্র ফড়ণবিশ এবং এনসিপি-র অজিত পওয়ার। সুপ্রিম কোর্টের নির্দেশে বুধবারই মহারাষ্ট্র বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে দেবেন্দ্র ফড়ণবিশকে। আস্থাভোটের আগেই মঙ্গলবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ও উপ-মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন দেবেন্দ্র ফড়ণবিশ ও অজিত পওয়ার। উপ-মুখ্যমন্ত্রী পদ থেকে অজিত পওয়ার ইস্তফা দেওয়ার পরই শিবসেনার রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত জানিয়েছেন, আগামী পাঁচ বছরের জন্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হবেন উদ্ধব ঠাকরে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সঞ্জয় রাউত জানিয়েছেন, ‘অজিত দাদা ইস্তফা দিয়েছেন এবং তিনি আমাদের সঙ্গেই রয়েছেন। আগামী পাঁচ বছরের জন্য মুখ্যমন্ত্রী হবেন উদ্ধব ঠাকরে।’ অজিত পওয়ার ইস্তফা দেওয়ার পর মঙ্গলবার বিকেলে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেছেন দেবেন্দ্র ফড়ণবিশ। দেবেন্দ্র ফড়ণবিশ জানিয়েছেন, আমাদের সংখ্যাগরিষ্ঠতা নেই। তাই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।