ভারত ছাড়ো আন্দোলনের বীর সংগ্রামীদের শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

< 1 - মিনিট |

সরকারি দমনপীড়নের প্রতিবাদে ১৯৪২ সালে ৯ আগস্ট ভারত ছাড়ো আন্দোলনের ডাক দিয়েছিলেন মহাত্মা গান্ধী। আজ ৭৭তম ভারত ছাড়ো আন্দোলন দিবস

কে আর সি টাইমস ডেস্ক

আজ ৯ আগস্ট,  ১৯৪২ সালে আজকের দিনে ভারত ছাড়ো আন্দোলনের ডাক দিয়েছিলেন মহাত্মা গান্ধী । শুক্রবার এই বিশেষ দিনে ভারত ছাড়ো আন্দোলনের সঙ্গে যুক্ত সকল বীর সংগ্রামীদের শ্রদ্ধার্ঘ্য জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এদিন টুইটের  এই শ্রদ্ধা নিবেদন করেন মুখ্যমন্ত্রী ।এদিন টুইটে মুখ্যমন্ত্রী লেখেন, “আজ ৭৭তম ভারত ছাড়ো আন্দোলন দিবস। এই উপলক্ষ্যে স্বাধীনতা আন্দোলনের এই গুরুত্বপূর্ণ অধ্যায়ে অংশ নেওয়া সকল বীর সংগ্রামীকে আমার প্রণাম জানাই।”


সরকারি দমনপীড়নের প্রতিবাদে ১৯৪২ সালে ৯ আগস্ট ভারত ছাড়ো আন্দোলনের ডাক দিয়েছিলেন মহাত্মা গান্ধী | দেশের আপামর জনসাধারণ ভারত ছাড়ো আন্দোলনে অংশ গ্রহণ করেন। এই আন্দোলন গণবিদ্রোহের রূপ নিয়েছিল পশ্চিমবঙ্গের তৎকালীন মেদিনীপুর জেলায় | বিশেষ করে তমলুক ও কাঁথি মহকুমায় এর গভীরতা ছিল ব্যাপক। বঙ্গে এই আন্দোলনের পুরভাগে ছিলেন মাতঙ্গিনী হাজরা ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news