এর আগে উত্তর-পূর্বের রাজ্য অসম থেকে রাজ্যসভার সদস্য ছিলেন মনমোহন সিং
রাজস্থান থেকে রাজ্যসভার সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ৮৬ বছর বয়সি মনমোহন সিং| সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং| শুক্রবার সকালে মনমোহন সিংকে রাজ্যসভার সদস্য হিসেবে শপথবাক্য পাঠ করান রাজ্যসভার চেয়ারম্যান এম বেঙ্কাইয়া নাইডু|
শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধী ছাড়াও, কংগ্রেস নেতা রাহুল গান্ধী, গুলাম নবী আজাদ, আহমেদ প্যাটেল এবং আনন্দ শর্মা প্রমুখ|
উপস্থিত ছিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট এবং বেশ কয়েকজন বিজেপি নেতাও| রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নেওয়ার পর মনমোহনকে অভিনন্দন জানান সোনিয়া-রাহুল ও গুলাম নবী আজাদ-সহ প্রত্যেকেই|
মনমোহনের বিরুদ্ধে কোনও প্রার্থী দেয়নি ভারতীয় জনতা পার্টি, তাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সদস্য নির্বাচিত হয়েছেন মনমোহন | চলতি বছরের ১৪ জুন উচ্চকক্ষ থেকে অবসর গ্রহণ করেছিলেন মনমোহন, সংক্ষিপ্ত সময়ের মধ্যেই রাজ্যসভায় ফিরে এলেন মনমোহন | এর আগে উত্তর-পূর্বের রাজ্য অসম থেকে রাজ্যসভার সদস্য ছিলেন মনমোহন সিং|