মেট্রোর স্মার্ট কার্ডের মেয়াদ কমিয়ে এক বছর

< 1 - মিনিট |

কার্ডের সময়সীমা কমিয়ে আনতেই কার্ডের একদিকে বিজ্ঞাপন দিতে আগ্রহী বিভিন্ন সংস্থা

কে আর সি টাইমস ডেস্ক

ইস্ট-ওয়েস্ট মেট্রোর ক্ষেত্রে স্মার্ট কার্ড ব্যবহারের সময়সীমা কমিয়ে এক বছর করা হল। যেখানে আগের পুরনো মেট্রোতে একটি স্মার্টকার্ড চলত পাঁচ বছর | সময়সীমা কমিয়ে আনতেই ইস্ট-ওয়েস্ট মেট্রোর টোকেন বা স্মার্ট কার্ডের একদিকে বিজ্ঞাপন দিতে আগ্রহী বিভিন্ন সংস্থা | সম্প্রতি এক ছবি প্রকাশ করে এমনটাই জানিয়েছে কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডে (কেএমআরসিএল)।

 ইস্ট ওয়েস্ট মেট্রো উদ্বোধনের আগেই প্রকাশ্যে এসেছে স্মার্টকার্ড ও টোকেনের ছবি|এই টোকেন বা স্মার্ট কার্ডের একদিকে থাকবে বিজ্ঞাপন | অন্য দিকে মেট্রোরেলের লোগো | অনেকটা রাজধানীর মেট্রোর ধাঁচেই তৈরি স্মার্ট কার্ড।এমনকি বিজ্ঞাপন দিতে যাতে  অসুবিধা না হয়, তার জন্য কার্ড ও টোকেন তৈরি করা হয়েছে পলিমার দিয়ে।

মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, কমার্শিয়াল বিভাগ থেকে পুরনো মেট্রোর স্মার্ট কার্ডে বিজ্ঞাপন দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল । কিন্তু, পুরনো স্মার্ট কার্ডের বৈধতা পাঁচ বছর থাকায় দীর্ঘ সময়ের জন্য কার্ডে বিজ্ঞাপন দিতে কোনও সংস্থাই রাজি হয়নি। এ কারণে ইস্ট-ওয়েস্ট মেট্রোর ক্ষেত্রে স্মার্ট কার্ড ব্যবহারের সীমা পাঁচ থেকে কমিয়ে এক বছর করা হয়েছে। এক বছর হয়ে গেলেই পুনরায় চালু করতে হবে |

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news