এর আগে মেট্রোতে ১৫ কেজি পর্যন্ত ওজনের ব্যাগ বহন করা যেত | কিন্তু, এবার থেকে মেট্রোতে বহন করা যাবে ২৫ কেজি পর্যন্ত ওজনের ভারী ব্যাগ
মেট্রো যাত্রীদের জন্য অত্যন্ত খুশির খবর| এবার থেকে মেট্রোতে বহন করা যাবে ২৫ কেজি ওজনের ভারী ব্যাগ| সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ২৫ কেজি পর্যন্ত ওজনের ব্যাগ বহন করা যাবে মেট্রোতে| তবে, বান্ডিল আকারে ব্যাগেজ বহণ মেট্রো ট্রেনগুলিতে অনুমতি দেওয়া হবে না|
মেট্রো রেলওয়ে (বহণ ও টিকিট) আইন, ২০১৪ সংশোধন করেছে সরকার| এর আগে মেট্রোতে ১৫ কেজি পর্যন্ত ওজনের ব্যাগ বহন করা যেত| কিন্তু, এবার থেকে মেট্রোতে বহন করা যাবে ২৫ কেজি পর্যন্ত ওজনের ভারী ব্যাগ, বিবৃতি মারফত এমনই জানানো হয়েছে| এত দিন ১৫ কেজি পর্যন্ত ওজনের ব্যাগ বহন করতে পারতেন মেট্রো যাত্রীরা| নতুন এই নিয়মে মেট্রো যাত্রীরা খুশি হবেন বলেই মনে করা হচ্ছে|