খোলা আকাশের নিচে মিডডে মিল বর্ষাকালেও, ক্ষোভ অভিভাবকদের

< 1 - মিনিট |

দীর্ঘদিন ধরে স্কুলের বাইরে খোলা মেঝেতে খেতে হয় ছাত্র-ছাত্রীদের মিড ডে মিলের খাবার, এমনকি প্রচন্ড বৃষ্টি হলে, না খেয়ে তাদের বাড়ি ফিরতে হয়

কে আর সি টাইমস ডেস্ক

দীর্ঘদিন ধরে মিডডে মিল ব্যাবস্থা বেহাল৷ বিদ্যালয় কতৃপক্ষের উদাসীনতার কারনে ছাত্রছাত্রীদের মিডডে মিলের রান্না থেকে পরিবেশন সবটাই চরম অস্বাস্থ্যকর পরিস্থিতিতে৷ যে কারণে অনেক ছাত্রছাত্রীই নাকি মিল খেতে চায় নি৷ এই অব্যাবস্থার প্রতিবাদ করে বিদ্যালয়ে এসে বিক্ষোভ দেখালেন অভিভাবকেরা৷ পরিস্থিতি সামাল দিতে ছুটে আসতে হয় বিদ্যালয় পরিদর্শককে৷ ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার ১ নম্বর ব্লকের ক্ষীরপাই হাটতলা প্রাথমিক বিদ্যালয়ের।

স্কুল সুত্রে জানা গিয়েছে, স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা ২০৪ জন৷ এলাকার ঝাঁ চকচকে দোতলা বিদ্যালয়ের এমন দশা। অভিভাবকদের অভিযোগ- দীর্ঘদিন ধরে স্কুলের বাইরে খোলা মেঝেতে খেতে হয় ছাত্র-ছাত্রীদের মিড ডে মিলের খাবার, এমনকি প্রচন্ড বৃষ্টি হলে, না খেয়ে তাদের বাড়ি ফিরতে হয়। আবার কখনও ঝিরিঝিরি বৃষ্টিতে ভিজে খাবার খেতে হয়, বৃষ্টি হলে রান্নাঘরে জল পড়ে, কারণ ছাউনি ভাঙা৷ স্কুল ও প্রসাশন সব জেনেও চুপ৷ স্থানীয়দের দাবি- ‘বহুদিন ধরে আমরা লিখিত আবেদন জানিয়েছি, প্রশাসনকে জানিয়েও কোনও সুরাহা মেলেনি।’ তাই এই অব্যাবস্থার প্রতিবাদে মঙ্গলবার বেলা বারোটার পর থেকে বিক্ষোভ শুরু করে অভিভাবকেরা৷ ক্ষোভের জেরে পঠনপাঠন ব্যহত হয়৷ উত্তেজনা বাড়তে থাকায় সেখানে ছুটে আসেন বিদ্যালয় পরিদর্শক কৌশিক দে। অবশেষে স্কুল পরিদর্শকের আশ্বাসে বিক্ষোভ ওঠে। স্কুলের প্রধান শিক্ষক নিত্যগোপাল পাত্র বলেন ‘আমার কিছু করার নেই, আমি সমস্ত বিষয় স্কুল পরিদর্শক ও বিডিওকে জানিয়েছি। সব রকম চেষ্টা করা হয়েছে৷’ স্কুল পরিদর্শক কৌশিক দে সত্যতা স্বীকার করে বলেন, ‘আমরা অবিলম্বে কিভাবে স্কুলের মিড ডে মিলের শেড করা যায় সেটি গুরুত্ব সহকারে বিবেচনা করছি। যে কোনও ভাবে করানোর উদ্যোগ নিচ্ছি পুনরায়৷’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news