জেটলির শেষকৃত্যে এসে মোবাইল চুরি বাবুল সুপ্রিয় সহ ১১ জনের

< 1 - মিনিট |

বহু মানুষ ভিড় করেন তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে। তবে এমন সময়েও যে অনেকেই নিজের কুপ্রবৃত্তি নিয়ন্ত্রণ করতে পারে না, তা বোঝা গেল পতঞ্জলির মুখপাত্র তিজারাওয়ালার টুইট থেকে । সোমবার টুইটারে ফোন চুরি যাওয়ার কথা জানিয়ে একটি পোস্ট করেন তিনি।

কে আর সি টাইমস ডেস্ক

প্রয়াত প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলির শেষকৃত্যে এসে মোবাইল ফোন খোয়ালেন কেন্দ্রীয় অরণ্য ও পরিবেশ মন্ত্রী বাবুল সুপ্রিয়সহ ১১ জনের | ফোন হারানো ব্যক্তিদের তালিকায় আছেন পতঞ্জলির মুখপাত্র তিজারাওয়ালা। সোমবার টুইটারে ফোন চুরি যাওয়ার কথা জানিয়ে একটি পোস্ট করেন তিনি।তা থেকেই বিষয়টি প্রকাশ্যে আসে |

দীর্ঘ দিন অসুস্থতার পরে গত সপ্তাহে প্রয়াত হন প্রাক্তন অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলি। রাজনৈতিক মহলে ঘনিয়ে আসে শোকের ছায়া। বহু মানুষ ভিড় করেন তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে। তবে এমন সময়েও যে অনেকেই নিজের কুপ্রবৃত্তি নিয়ন্ত্রণ করতে পারে না, তা বোঝা গেল  পতঞ্জলির মুখপাত্র তিজারাওয়ালার টুইট থেকে । সোমবার টুইটারে ফোন চুরি যাওয়ার কথা জানিয়ে একটি পোস্ট করেন তিনি। টুইটে তাঁর অভিযোগ, রবিবার জেটলির শেষকৃত্যে তাঁর মোবাইল চুরি যায়। তাঁর একার নয়, সেই সঙ্গে বাবুল সুপ্রিয়-সহ মোট ১১ জনের মোবাইল চুরি হয়ে গেছে বলে জানান তিনি।

সোমবার টুইটারে ফোন চুরি যাওয়ার কথা জানিয়ে একটি পোস্ট করেন তিজারাওয়ালা। দিল্লি পুলিশ ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ট্যাগ করে তিনি লেখেন, রবিবার নিগমবোধে ফোন চুরি গিয়েছে তাঁর। শুধু তাঁরই নয়। আরও দশ জন ব্যক্তির ফোন চুরি গিয়েছে ওইদিন। ফোন চুরি যাওয়া ব্যক্তিদের মধ্যে আছেন  বাবুল সুপ্রিয়। ফোনের লোকেশন ট্র্যাক করে ম্যাপের একটি স্ক্রিনশটও পোস্ট করেন তিজারাওয়ালা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news