মোদিকে হুমকি দেওয়া পাক গায়িকার ২ বছরের জেল

< 1 - মিনিট |

সরীসৃপদের সঙ্গে ছবি এবং ভিডিও করার অপরাধে ওই জনপ্রিয় গায়িকা এবং টেলিভিশন অ্যাঙ্করের বিরুদ্ধে আদালতে একটি চালান জমা দেয় পাকিস্তানের পঞ্জাব বন্যপ্রাণ সংরক্ষণ ও পার্ক বিভাগ

কে আর সি টাইমস ডেস্ক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘জাহান্নমে যাওয়া’র হুমকি দিয়ে এবং সাপ ও কুমিরের সঙ্গে পোজ দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিপাকে পাক গায়িকা রবি পিরজাদা। সরীসৃপদের সঙ্গে ছবি এবং ভিডিও করার অপরাধে ওই জনপ্রিয় গায়িকা এবং টেলিভিশন অ্যাঙ্করের বিরুদ্ধে আদালতে একটি চালান জমা দেয় পাকিস্তানের পঞ্জাব বন্যপ্রাণ সংরক্ষণ ও পার্ক বিভাগ। রবিবার গায়িকা রবি পিরজাদার মোটা টাকার জরিমানা সহ দুই বছরের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

সাপ-কুমির সঙ্গে নিয়ে কাশ্মীর ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করে জাহান্নমে যাওয়ার বিধান দিয়েছিলেন পাকিস্তানের খ্যাতনামা পপ গায়িকা এবং টেলিভিশনের সঞ্চালিকা রবি পিরজাদা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল সেই ভিডিয়ো। নিজের ট্যুইটার হ্যান্ডেল থেকে এই ভিডিয়ো শেয়ার করে রবি পিরজাদা লিখেছিলেন, “মোদির বিরুদ্ধে একটা কাশ্মিরী মেয়ে তৈরি করছি। তবে আর যাই হোক ওই লোকটাকে জাহান্নমে যেতেই হবে। আর তাঁর মতো বাকি লোকগুলোকেও যেতে হবে জাহান্নমে!” পঞ্জাব বন্যপ্রাণ সুরক্ষা এবং পার্ক সংরক্ষণ বিভাগের নির্দেশে লেফটেন্যান্ট জেনারেল সোহেল আশরাফ, লাহোর অঞ্চলে ওই সংস্থার উপ-পরিচালক এবং জেলা বন্যপ্রাণ আধিকারিক তানভীর আহমেদ জানজুয়া সহ অন্যান্য সদস্যরা রবি পিরজাদার বিরুদ্ধে আদালতে আইনী প্রক্রিয়া শুরু করেছেন। সোশ্যাল মিডিয়ায় রবির ছবি এবং ভিডিওর পাশাপাশি একটি বেসরকারি চ্যানেলের মাধ্যমে সেই সম্প্রচার নজরে আসতেই শিল্পীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে উদ্যোগী হয় বন্যপ্রাণ বিভাগ। এদিন মোটা টাকার জরিমানা সহ দুই বছরের জেল হেফাজত হল পিরজাদার।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news