সনৎ দাসের বাড়িতে জামাকাপড় শুকানোর দড়িতে আচমকাই আটকে যায় একটি হনুমান শাবক
বুধবার সকালে বন কর্মীদের প্রায় আড়াই ঘন্টার চেষ্টায় উদ্ধার হল এক হনুমান শাবক। ঘটনাটি ঘটেছে হাওড়ার চ্যাটার্জীহাট থানা এলাকার বেলেপোল মালিকপাড়ায়। বন দফতর সূত্রের জানা গিয়েছে, বুধবার সকালে স্থানীয় বাসিন্দা সনৎ দাসের বাড়িতে জামাকাপড় শুকানোর দড়িতে আচমকাই একটি হনুমান শাবক আটকে যায়। হনুমান শাবকটি দলছুট হয়ে গিয়ে পালাতে পারছিল না। দড়ির বাঁধনে আটকে কিছুতেই সেখান থেকে বের হতে না পারায় লাফালাফি শুরু করে দেয় শাবকটি। এর কিছুক্ষণ পরই হনুমানের দল সেখানে জড়ো হয়ে কার্যত দাপাদাপি শুরু করে দেয়। আতঙ্কে বন দফতরে খবর দেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ফরেস্ট রেঞ্জ অফিসার শ্যামল মুখোপাধ্যায়ের নেতৃত্বে বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন। এরপর প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় ওই হনুমান শাবককে উদ্ধার করা সম্ভব হয়। পরে শাবকটিকে নিয়ে হনুমানের দল ফিরে যায়।