দুই-এর বেশি সন্তান? ভুলে যান জিএমসি নির্বাচনে প্রার্থীপদের স্বপ্ন

2 - মিনিট |

১৯৮৯ সালের পর এই প্রথম আসাম পাবলিক সার্ভিস কমিশনের আইন সংশোধন হয়েছে

কে আর সি টাইমস ডেস্ক

 অবাক হচ্ছেন ? ভাবছেন সন্তানের সঙ্গে আবার মিউনিসিপ্যাল প্রার্থী  নির্বাচনের কি সম্পর্ক ? বিষয়টি কিছুটা হকচকিয়ে যাওয়ার মতো হলেও এই সিদ্ধান্তই আসাম মন্ত্রিসভার গৃহীত ২৬টি বিষয়ের সিদ্ধান্তের মধ্যে অন্যতম। সম্প্রতি অসম মন্ত্রিসভায় ২৬টি বিষয়ের ওপর ঐতিহাসিক সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বৈঠক শেষে বাইরে এসে সেই তথ্যই দিয়েছেন সংসদীয় পরিক্রমা তথা পরিবহণমন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি।

জনতা ভবনে সোমবার মন্ত্রিপরিষদের এক গুরুত্বপূর্ণ সভায় ২৬টি বিষয়ের ওপর ঐতিহাসিক সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মন্ত্রী জানান, আজকের ক্যাবিনেট বৈঠকে অসম রাজ্য শিল্পনীতি অনুমোদিত হয়েছে। তাছাড়া চা বাগানের পরিবারের লোকজন প্রতিমাসে পাবেন বিনামূল্যের ২ কেজি চিনি।

ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে গুয়াহাটি মেট্রোপলিটন কর্পোরেশন (জিএমসি) নির্বাচন সংক্রান্ত কয়েকটি বিষয়ের ওপর। সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কোনও ওয়ার্ড কমিশনার দু সন্তানে জনক বা জননী হলে তাঁরা নিৰ্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। তাছাড়া প্রার্থীদের ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে। তবে তফশিলি জাতি এবং তফশিলি উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম দশম শ্রেণি হলেই চলবে। এছাড়া প্রার্থীদের ঘরে বিজ্ঞানসম্মত টয়লেট থাকা বাধ্যতামূলক করা হয়েছে। জিএমসি-র ওয়ার্ড কমিশনারের সংখ্যা ৬০ পর্যন্ত করার জন্য সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা

অন্যদিকে, পঞ্চায়েতের যে সব কর্মচারীর বেতন বাকি রয়েছে তাদের শীঘ্ৰই বকেয়া দিয়ে দেওয়া হবে। পঞ্চায়েতের সভাপতি, সদস্য, জেলা পরিষদের সদস্যর বেতন বাড়ানো হয়েছে।

এদিকে রাজ্যের আগর চাষিদের একনায়কত্ববাদ দূর করা হয়েছে বলে জানান মন্ত্রী। তিনি জানান, আগর চাষ করে এবং তার গাছ কাটা থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। ৩৫ বিঘা পর্যন্ত আগরের চারা রোপণ ও কাটার ক্ষেত্রে কোনও অনুমতি নেওয়ার দরকার হবে না। তিনি জানান, আজকের ক্যাবিনেট বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, গোলাঘাটে তৈরি হবে আগরের আন্তর্জাতিক ট্ৰেড সেন্টার। 

মন্ত্রী পাটোয়ারি আরও জানান, এখন থেকে আসাম পাবলিক সার্ভিস কমিশন (এপিএসসি) পরীক্ষা হবে ইউপিএসসি-র আদলে। ১৯৮৯ সালের পর এই প্রথম আসাম পাবলিক সার্ভিস কমিশনের আইন সংশোধন হয়েছে। 

এছাড়া, জলসম্পদের থ্রি-এফ-এ ৮০ জন অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার এবং ৭০ জন জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ করার জন্য অনুমোদন দিয়েছে ক্যাবিনেট। এভাবে আপোন ঘর প্রকল্পের মাধ্যমে একজন লোক ২ লক্ষ ৫০ হাজার টাকার ভরতুকি পাবেন। অসমের নতুন চলচ্চিত্ৰ পলিসিতেও ক্যাবিনেট অনুমোদন দিয়েছে, জানান মন্ত্রী চন্দ্ৰমোহন পাটোয়ারি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news